দীর্ঘ ১৪ বছর প্রেমের পর প্রেমিকাকে বিয়ে করেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। তারকাদের স্ত্রী, সংসার নিয়ে ভক্তদের ব্যাপক আগ্রহ থাকলেও নিশো হেঁটেছেন ভিন্ন পথে। নিজের ব্যক্তিগত জীবন সবসময় আড়ালে রাখার চেষ্টাই করেছেন তিনি।
সম্প্রতি মুক্তি পেয়েছে এই অভিনেতার প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’। যেখানে দারুণ অভিনয় করেছেন তিনি। ভক্ত-অনুরাগীদেরও প্রশংসাও পেয়েছেন বেশ।
নিশোকে সিনেমায় দেখে কেমন প্রতিক্রিয়া ছিল তার স্ত্রী ও পরিবারের মানুষের? এক সাক্ষাৎকারে দেওয়া এমন প্রশ্নের জবাবে অভিনেতা বললেন, আমার স্ত্রী মুখ ফুটে খুব প্রশংসা করে, এমন না। তবে ‘সুড়ঙ্গ’ দেখার পর তার প্রতিক্রিয়া খুব ভালো ছিল। সিনেমার গল্প নিয়েও তার কোনো আপত্তি ছিল না।
স্ত্রী প্রসঙ্গে নিজেকে খুব ধন্য মনে করেন নিশো। তিনি বলেন, পেশাগত জীবনে এত সময় দেই যার কারণে সাংসারিক জীবনে খুব একটা সময় দিতে পারি না। সবসময়ই দেখা গেছে কাজের মধ্যে ডুবে থাকি। তবুও স্ত্রী হিসেবে সে এটা মেনে নিচ্ছে। কখনো খারাপ ব্যবহার করছে না। সে জায়গা থেকে নিজেকে খুব ভাগ্যবান মনে করি।
স্ত্রীর প্রশংসা করে অভিনেতা আরও বলেন, সহধর্মিণী হিসেবে যেভাবে পাশে থাকার কথা, আমার স্ত্রী সবসময়ই সেভাবে পাশে ছিল। আমার কাজে সাহায্য করেছে।
পরিবারের সদস্যদের কাছ থেকেও প্রশংসা, কাজের সমালোচনা উভয়ই মেলে নিশোর। এই তারকা বলেন, আমার পরিবারে সমালোচক আছে, বিশেষজ্ঞ আছে। তারা জ্ঞানী। তাদের কথা শুনতে আমার খুব ভালো লাগে। পরিবার থেকে যখন কোনো কাজের প্রশংসা আসে সেটা অনেক অনুপ্রাণিত করে।
প্রসঙ্গত, ‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশোর সঙ্গে অভিনয় করেছেন তমা মির্জা। এছাড়াও আছেন শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মনওয়ার, মনির আহমেদ শাকিল প্রমুখ। সিনেমার আইটেম গানে নেচেছেন নুসরাত ফারিয়া। এটি যৌথভাবে প্রযোজনা করেছে আলফা আই ও চরকি।