ঢাকা , বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

স্বপ্নের মতো আমিও সেই জায়গাটা পেয়ে গেছি

বাঙালী কণ্ঠ ডেস্কঃ বাংলাদেশের সিনেমা ‘প্রিয়তমা’য় শাকিব খানের বিপরীতে অভিনয় করেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। এটি মুক্তি পায় চলতি বছর ২৯ জুন। হিমেল আশরাফের পরিচালনায় ইতিমধ্যেই সিনেমাটি নাম লিখিয়েছে ব্যবসা সফলের তালিকায়। এই সিনেমার মধ্যদিয়ে বড় পর্দায় নাম লিখান ওপার বাংলার ইধিকা।

গতকাল শনিবার হুট করেই ঢাকায় পা রাখেন কলকাতার এই অভিনেত্রী। উদ্দেশ্য শোরুম উদ্বোধন ও বেশ কিছু ইভেন্টে অংশ নেওয়া। এই নায়িকার ভাষ্য, ‘গতকাল সন্ধ্যায় ধানমণ্ডিতে একটা শোরুম উদ্বোধন করেছি। এবারের সফরে বেশ কিছু কাজও আছে। তাই এখানে থাকাও হবে আর দু’দিন। এবার ৭ নভেম্বর পর্যন্ত থাকব। পুরো সময়টাই ব্যস্ততার মধ্যে থাকা হবে।’

বাংলাদেশে ‘কবি’ নামের আরেকটি সিনেমায় নাকি অভিনয় করবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি শুনেছি, সাইনও নাকি করে ফেলেছি! আসলে তেমন কিছুই না। আমার সঙ্গে নির্মাতার কথা হয়েছে মাত্র। পাণ্ডুলিপিটা পড়েছি। যতটুকু পড়েছি, ভালো লেগেছে। কলকাতায় ফিরে গিয়ে আরেকবার পড়ব। এরপর সিদ্ধান্ত নেব।’

এই সফরে অন্য কোনো সিনেমায় যুক্ত হওয়ার খবর কী দিবেন? উত্তরে ইধিকা বলেন, ‘আপাতত এমন কিছু হবার সুযোগ নেই। আর হলে অবশ্যই আপনাদের জানাব। মূলত এবার ঢাকায় এসেছি, কিছু ইভেন্টে অংশ নেওয়ার জন্য। এর মধ্যে যদি কারো সঙ্গে ছবির বিষয়ে কথা হয়ে যায়- সেটা ভিন্ন কথা। তবে সিদ্ধান্ত নিতে সময় তো লাগবেই।’

‘দরদ’ সিনেমারর কাজে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন শাকিব খান। তার সঙ্গে দেখা বা কথা হয়েছে কিনা জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘শাকিব খান এখন বেশ ব্যস্ত। তার হাতে অনেকগুলো ছবির কাজ। এবার তিনি ভারতে যাওয়ার পর একবার কথা হয়েছে। তিনি কলকাতা গেলে হয়তো দেখা হতে পারে। তবে তার সঙ্গে আমার খুব বেশি যোগাযোগ হয় না।’

টিভি সিরিয়ালে এখন ইধিকা পালকে দেখা যায় না। এর কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘একজন অভিনয় শিল্পীর স্বপ্নের জায়গা বড় পর্দায়। স্বপ্নের মতো আমিও সেই জায়গাটা পেয়ে গেছি। টিভি সিরিয়ালের প্রতি আমার ভালোবাসা সব সময় ছিল ও থাকবে। তবে আপাতত বড় পর্দা নিয়েই থাকতে চাই।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

স্বপ্নের মতো আমিও সেই জায়গাটা পেয়ে গেছি

আপডেট টাইম : ১২:৪৭ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩

বাঙালী কণ্ঠ ডেস্কঃ বাংলাদেশের সিনেমা ‘প্রিয়তমা’য় শাকিব খানের বিপরীতে অভিনয় করেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। এটি মুক্তি পায় চলতি বছর ২৯ জুন। হিমেল আশরাফের পরিচালনায় ইতিমধ্যেই সিনেমাটি নাম লিখিয়েছে ব্যবসা সফলের তালিকায়। এই সিনেমার মধ্যদিয়ে বড় পর্দায় নাম লিখান ওপার বাংলার ইধিকা।

গতকাল শনিবার হুট করেই ঢাকায় পা রাখেন কলকাতার এই অভিনেত্রী। উদ্দেশ্য শোরুম উদ্বোধন ও বেশ কিছু ইভেন্টে অংশ নেওয়া। এই নায়িকার ভাষ্য, ‘গতকাল সন্ধ্যায় ধানমণ্ডিতে একটা শোরুম উদ্বোধন করেছি। এবারের সফরে বেশ কিছু কাজও আছে। তাই এখানে থাকাও হবে আর দু’দিন। এবার ৭ নভেম্বর পর্যন্ত থাকব। পুরো সময়টাই ব্যস্ততার মধ্যে থাকা হবে।’

বাংলাদেশে ‘কবি’ নামের আরেকটি সিনেমায় নাকি অভিনয় করবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি শুনেছি, সাইনও নাকি করে ফেলেছি! আসলে তেমন কিছুই না। আমার সঙ্গে নির্মাতার কথা হয়েছে মাত্র। পাণ্ডুলিপিটা পড়েছি। যতটুকু পড়েছি, ভালো লেগেছে। কলকাতায় ফিরে গিয়ে আরেকবার পড়ব। এরপর সিদ্ধান্ত নেব।’

এই সফরে অন্য কোনো সিনেমায় যুক্ত হওয়ার খবর কী দিবেন? উত্তরে ইধিকা বলেন, ‘আপাতত এমন কিছু হবার সুযোগ নেই। আর হলে অবশ্যই আপনাদের জানাব। মূলত এবার ঢাকায় এসেছি, কিছু ইভেন্টে অংশ নেওয়ার জন্য। এর মধ্যে যদি কারো সঙ্গে ছবির বিষয়ে কথা হয়ে যায়- সেটা ভিন্ন কথা। তবে সিদ্ধান্ত নিতে সময় তো লাগবেই।’

‘দরদ’ সিনেমারর কাজে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন শাকিব খান। তার সঙ্গে দেখা বা কথা হয়েছে কিনা জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘শাকিব খান এখন বেশ ব্যস্ত। তার হাতে অনেকগুলো ছবির কাজ। এবার তিনি ভারতে যাওয়ার পর একবার কথা হয়েছে। তিনি কলকাতা গেলে হয়তো দেখা হতে পারে। তবে তার সঙ্গে আমার খুব বেশি যোগাযোগ হয় না।’

টিভি সিরিয়ালে এখন ইধিকা পালকে দেখা যায় না। এর কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘একজন অভিনয় শিল্পীর স্বপ্নের জায়গা বড় পর্দায়। স্বপ্নের মতো আমিও সেই জায়গাটা পেয়ে গেছি। টিভি সিরিয়ালের প্রতি আমার ভালোবাসা সব সময় ছিল ও থাকবে। তবে আপাতত বড় পর্দা নিয়েই থাকতে চাই।’