ঢাকা , শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

এক কোটি টাকা নিয়ে যত ভাবনা

বাঙালী কন্ঠ নিউজঃ ‘এক কোটি টাকা নিয়েই যত ভাবনা। এই সিনেমার পর আর কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হইনি। অনেক যত্ন নিয়ে কাজটি করছি। আগামী মাসের শুরুতে আবারও এর শুটিং শুরু হবে। আশা করছি সিনেমাটি দিয়ে মানুষ আঁচলকে নতুন করে চিনবে।’ ছটকু আহমেদের পরিচালনায় এক কোটি টাকা সিনেমা নিয়ে এভাবেই বললেন মডেল অভিনেত্রী আঁচল। সিনেমায় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের বিপরীতে বকুল চরিত্রে দেখা যাবে আঁচলকে। এটি প্রযোজনা করেছেন ডিপজলই।   ২০০৯ সালে শোবিজের কাজ শুরু করেন চিত্রনায়িকা আঁচল। বিজ্ঞাপন দিয়ে কাজের খাতা খুললেও ক্যারিয়ারের শুরুতে নাটকে অভিনয় করেছেন। এখন চলচ্চিত্রেই নিয়মিত তিনি। সব মাধ্যমেই কাজ করতে স্বাচ্ছন্দ্য এই অভিনেত্রীর। আঁচল বলেন, ‘ভালো কাজ হলে যেকোনো মাধ্যমেই হোক আমার করতে ভালো লাগে। এখন সিনেমা নিয়েই যত ভাবনা। তবে ভালো নাটক কিংবা টেলিফিল্ম পেলে অবশ্যই করব। একজন অভিনেত্রী সব মাধ্যমেই কাজ করতে পারে। আমি আসলে ছোটপর্দা ও বড়পর্দা নিয়ে ভাবি না। আমাদের দেশের অনেক অভিনেত্রী সব মাধ্যমেই কাজ করছেন। এটা আমার ভালো লাগে। যোগ্যতা থাকলে সব মাধ্যমেই প্রমাণ করা যায়।’ আঁচল অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল আশরাফের সুলতানা বিবিয়ানা। বর্তমানে  তারেক শিকদারের দাগ সিনেমায় অভিনয় করছেন তিনি। গতকাল ওই সিনেমার ডাবিং করেছেন এই অভিনেত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

এক কোটি টাকা নিয়ে যত ভাবনা

আপডেট টাইম : ০২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭

বাঙালী কন্ঠ নিউজঃ ‘এক কোটি টাকা নিয়েই যত ভাবনা। এই সিনেমার পর আর কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হইনি। অনেক যত্ন নিয়ে কাজটি করছি। আগামী মাসের শুরুতে আবারও এর শুটিং শুরু হবে। আশা করছি সিনেমাটি দিয়ে মানুষ আঁচলকে নতুন করে চিনবে।’ ছটকু আহমেদের পরিচালনায় এক কোটি টাকা সিনেমা নিয়ে এভাবেই বললেন মডেল অভিনেত্রী আঁচল। সিনেমায় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের বিপরীতে বকুল চরিত্রে দেখা যাবে আঁচলকে। এটি প্রযোজনা করেছেন ডিপজলই।   ২০০৯ সালে শোবিজের কাজ শুরু করেন চিত্রনায়িকা আঁচল। বিজ্ঞাপন দিয়ে কাজের খাতা খুললেও ক্যারিয়ারের শুরুতে নাটকে অভিনয় করেছেন। এখন চলচ্চিত্রেই নিয়মিত তিনি। সব মাধ্যমেই কাজ করতে স্বাচ্ছন্দ্য এই অভিনেত্রীর। আঁচল বলেন, ‘ভালো কাজ হলে যেকোনো মাধ্যমেই হোক আমার করতে ভালো লাগে। এখন সিনেমা নিয়েই যত ভাবনা। তবে ভালো নাটক কিংবা টেলিফিল্ম পেলে অবশ্যই করব। একজন অভিনেত্রী সব মাধ্যমেই কাজ করতে পারে। আমি আসলে ছোটপর্দা ও বড়পর্দা নিয়ে ভাবি না। আমাদের দেশের অনেক অভিনেত্রী সব মাধ্যমেই কাজ করছেন। এটা আমার ভালো লাগে। যোগ্যতা থাকলে সব মাধ্যমেই প্রমাণ করা যায়।’ আঁচল অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল আশরাফের সুলতানা বিবিয়ানা। বর্তমানে  তারেক শিকদারের দাগ সিনেমায় অভিনয় করছেন তিনি। গতকাল ওই সিনেমার ডাবিং করেছেন এই অভিনেত্রী।