ঢাকা , বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

গ্যালারিতে আনুশকাকে দেখে হরভজনের আপত্তিকর মন্তব্য

বাঙালী কণ্ঠ ডেস্কঃ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার ফাইনাল দেখতে হাজির হয়েছিলেন বিরাট কোহলির স্ত্রী অভিনেত্রী আনুশকা শর্মা ও লোকেশ রাহুলের স্ত্রী অভিনেত্রী আথিয়া শেঠি। এ সময়ে গ্যালারিতে থেকেই ভারতীয় দলকে সমর্থন জানান তারা।

অন্যদিকে ফাইনাল ম্যাচের কমেন্ট্রি করছিলেন সাবেক ভারতীয় ক্রিকেটার হরভজন সিং। সে সময়ে কমেন্ট্রি বক্স থেকে আনুশকা ও আথিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন তিনি।

মূলত খেলা চলাকালীন আনুশকা ও আথিয়ার দিকে ক্যামেরা ঘোরানো হয়, সেটা হরভজনের নজরে পড়ে। সে সময়ে দুই অভিনেত্রীকে মাঠে দেখে তিনি বলে ওঠেন, হয়তো তারা ছবি নিয়ে কথা বলছে। নাকি ক্রিকেট নিয়ে, অবশ্য জানিও না তারা ক্রিকেট কতটা বোঝে!

হরভজনের এমন মন্তব্যের পরই ক্ষিপ্ত অভিনেত্রীদের ভক্তরা। তাদের প্রশ্ন, ক্রিকেটারদের স্ত্রীকে নিয়ে এমন কথা বলার অধিকার রাখেন কি না হরভজন?

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে সমালোচনার ঝড়ও চলছে। এক লেখেন, হরভজন সিং, আপনি অত্যন্ত অসভ্য একজন মানুষ। আপনার প্রতি শ্রদ্ধা চলে গেল।

আরেকজন প্রশ্ন, সতীর্থদের স্ত্রীকে এভাবে অপমান করা যায়?

এদিকে অনেকের মন্তব্য করেন, আপনার কী দাদা? যা খুশি বলে দেবেন না। ওরা যা নিয়েই কথা বলুক, তাতে আপনার কী?

এক নেটিজেনের দাবি, আপনার স্ত্রীকে নিয়ে কেউ এমন মন্তব্য করলে কী বলতেন? আপনার স্ত্রীও তো একজন অভিনেত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

গ্যালারিতে আনুশকাকে দেখে হরভজনের আপত্তিকর মন্তব্য

আপডেট টাইম : ০৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩

বাঙালী কণ্ঠ ডেস্কঃ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার ফাইনাল দেখতে হাজির হয়েছিলেন বিরাট কোহলির স্ত্রী অভিনেত্রী আনুশকা শর্মা ও লোকেশ রাহুলের স্ত্রী অভিনেত্রী আথিয়া শেঠি। এ সময়ে গ্যালারিতে থেকেই ভারতীয় দলকে সমর্থন জানান তারা।

অন্যদিকে ফাইনাল ম্যাচের কমেন্ট্রি করছিলেন সাবেক ভারতীয় ক্রিকেটার হরভজন সিং। সে সময়ে কমেন্ট্রি বক্স থেকে আনুশকা ও আথিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন তিনি।

মূলত খেলা চলাকালীন আনুশকা ও আথিয়ার দিকে ক্যামেরা ঘোরানো হয়, সেটা হরভজনের নজরে পড়ে। সে সময়ে দুই অভিনেত্রীকে মাঠে দেখে তিনি বলে ওঠেন, হয়তো তারা ছবি নিয়ে কথা বলছে। নাকি ক্রিকেট নিয়ে, অবশ্য জানিও না তারা ক্রিকেট কতটা বোঝে!

হরভজনের এমন মন্তব্যের পরই ক্ষিপ্ত অভিনেত্রীদের ভক্তরা। তাদের প্রশ্ন, ক্রিকেটারদের স্ত্রীকে নিয়ে এমন কথা বলার অধিকার রাখেন কি না হরভজন?

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে সমালোচনার ঝড়ও চলছে। এক লেখেন, হরভজন সিং, আপনি অত্যন্ত অসভ্য একজন মানুষ। আপনার প্রতি শ্রদ্ধা চলে গেল।

আরেকজন প্রশ্ন, সতীর্থদের স্ত্রীকে এভাবে অপমান করা যায়?

এদিকে অনেকের মন্তব্য করেন, আপনার কী দাদা? যা খুশি বলে দেবেন না। ওরা যা নিয়েই কথা বলুক, তাতে আপনার কী?

এক নেটিজেনের দাবি, আপনার স্ত্রীকে নিয়ে কেউ এমন মন্তব্য করলে কী বলতেন? আপনার স্ত্রীও তো একজন অভিনেত্রী।