ঢাকা , সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আগস্টের ৬ ছবি মুক্তি পাবে কি

দুই সপ্তাহ ধরে চলছে রাজনৈতিক অস্থিরতা। সারা দেশের বেশির ভাগ সিনেমা হল বন্ধ। আগামী মাসে (২ থেকে ২৩ আগস্ট পর্যন্ত) মুক্তির জন্য ছয়টি ছবি চূড়ান্ত ছিল। শেষ পর্যন্ত ছবিগুলো কি মুক্তি পাবে? খোঁজ নিয়েছেন সুদীপ কুমার দীপ

আসছে না নন্দিনী
এক মাস আগেই পরিচালক সোয়াইবুর রহমান রাসেল ঘোষণা দিয়েছিলেন ২ আগস্ট ‘নন্দিনী’ মুক্তি দেবেন। ভারতের ইন্দ্রনীল সেনগুপ্তর সঙ্গে ছবিটির প্রধান চরিত্রে আছেন বাংলাদেশের নাজিরা মৌ। এর মধ্যে বিভিন্ন প্রেক্ষাগৃহে ‘নন্দিনী’র পোস্টার-ব্যানার পাঠিয়েছেন রাসেল। সামাজিক যোগাযোগমাধ্যমেও চালিয়েছেন প্রচারণা।

তবে গতকাল সিদ্ধান্ত নিয়েছেন ২ আগস্ট ছবিটি মুক্তি না দেওয়ার।রাসেল বলেন, ‘আমরা যে প্রেক্ষাগৃহগুলো চূড়ান্ত করেছিলাম সেগুলো এখন বন্ধ। দেশের যে পরিস্থিতি দেখছি, মনে হচ্ছে ২ আগস্ট প্রেক্ষাগৃহগুলো খুলবে না। তাহলে আমরা ছবি চালাব কোথায়? সিদ্ধান্ত নিয়েছি আগস্টের শেষ সপ্তাহে মুক্তি দেওয়ার।

প্রযোজক সমিতির কাছে অনুমতি পাব কি না জানি না। কারণ অন্য কোনো ছবি সে সপ্তাহে মুক্তি পাওয়ার কথা থাকলে তো আমাকে ডেট দেওয়া হবে না। সে ক্ষেত্রে হয়তো সেপ্টেম্বরের মাঝামাঝি নতুন করে ডেট নেব।’পেছাবে না অমানুষ হলো মানুষ
মনতাজুর রহমান আকবের ‘অমানুষ হলো মানুষ’ মুক্তি পাবে ৯ আগস্ট। অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল গতকাল নিশ্চিত করেছেন, নির্ধারিত দিনেই প্রেক্ষাগৃহে আসবে ছবিটি।

ডিপজল ছাড়াও ছবিতে অভিনয় করেছেন মৌ খান, জয় চৌধুরীসহ অনেকে। ডিপজল বলেন, ‘আমি ৩০টির মতো প্রেক্ষাগৃহ চূড়ান্ত করেছি। এখন আর পেছানোর উপায় নেই। তা ছাড়া ঈদের পর থেকে প্রেক্ষাগৃহ মালিকরা নতুন ছবির অপেক্ষায়। আমি পেশাদার প্রযোজক ও পরিচালক। আমার নিজেরও প্রেক্ষাগৃহ ছিল। নতুন ছবির অভাবটা বুঝি। তাই সিদ্ধান্ত নিয়েছি নির্ধারিত দিনেই ছবি মুক্তি দেওয়ার। আশা করছি, চলমান ইস্যু দ্রুত শেষ হবে। দু-এক দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।’অনিশ্চিত পদাতিক, বান্ধব ও হুরমতি
১৬ আগস্ট বাংলাদেশে আমদানিনীতিতে মুক্তি পাওয়ার কথা পশ্চিমবঙ্গের ‘পদাতিক’। সৃজিত মুখার্জির এই ছবিতে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ছবিটি পরিবেশনের দায়িত্ব পেয়েছে। তবে শেষ পর্যন্ত ১৬ আগস্ট ‘পদাতিক’ মুক্তি দিতে পারবেন কি না তা নিয়ে সন্দিহান প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ। গতকাল তিনি বলেন, ‘আমরা সেন্সরে জমা দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু দেশের চলমান পরিস্থিতি শান্ত না হলে কিছুই করা যাচ্ছে না। যদি অস্থির অবস্থা না থাকে তাহলে অবশ্যই ১৬ আগস্ট ছবিটি বাংলাদেশে মুক্তি দেব। প্রেক্ষাগৃহ মালিকদের সঙ্গে এ বিষয়ে আলোচনাও হয়েছে। তাঁরা ছবিটি চালানোর ব্যাপারে আগ্রহী।’

একই দিনে আরো দুই দেশি ছবি ‘বান্ধব’ ও ‘হুরমতি’ মুক্তি পাওয়ার কথা ছিল। এই ছবি দুটি নিয়ে অনিশ্চয়তায় আছেন প্রযোজকরা। ‘বান্ধব’ ছবির প্রযোজক অনুপ বড়ুয়া বলেন, ‘সব কাজ গুছিয়ে এনেছি। পোস্টার-ব্যানার তৈরি করেছি। এরই মধ্যে অনিশ্চয়তায় পড়ে গেলাম। প্রেক্ষাগৃহে দর্শক আসবে কিভাবে এ অবস্থায়! আমার মনে হচ্ছে, ১৬ আগস্টেই ছবিটি মুক্তি দিতে পারব।’

‘হুরমতি’ পরিচালনার পাশাপাশি অভিনয় করেছেন শবনম পারভীন। তিনি প্রযোজক সমিতির রেজিস্টার সৌমেন রায় বাবুকে জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে ছবিটি মুক্তি দেবেন, নইলে এক মাস পেছাবেন।

আসবে কিশোর গ্যাং
আব্দুল মান্নানের ‘কিশোর গ্যাং’-এ অভিনয় করেছে একদল নতুন মুখ। ছবিটি কোরবানির ঈদে মুক্তি পাওয়ার কথা থাকলেও পিছিয়ে যায়। তখনই মান্নান জানান, ২৩ আগস্ট মুক্তি দেবেন। গতকাল তিনি বলেন, ‘আমার মনে হয় না এই পরিস্থিতি ২৩ আগস্ট পর্যন্ত থাকবে। নির্ধারিত দিনেই ছবিটি মুক্তি দিতে পারব। আমার প্রযোজকও আর অপেক্ষা করতে চান না।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

আগস্টের ৬ ছবি মুক্তি পাবে কি

আপডেট টাইম : ০৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
দুই সপ্তাহ ধরে চলছে রাজনৈতিক অস্থিরতা। সারা দেশের বেশির ভাগ সিনেমা হল বন্ধ। আগামী মাসে (২ থেকে ২৩ আগস্ট পর্যন্ত) মুক্তির জন্য ছয়টি ছবি চূড়ান্ত ছিল। শেষ পর্যন্ত ছবিগুলো কি মুক্তি পাবে? খোঁজ নিয়েছেন সুদীপ কুমার দীপ

আসছে না নন্দিনী
এক মাস আগেই পরিচালক সোয়াইবুর রহমান রাসেল ঘোষণা দিয়েছিলেন ২ আগস্ট ‘নন্দিনী’ মুক্তি দেবেন। ভারতের ইন্দ্রনীল সেনগুপ্তর সঙ্গে ছবিটির প্রধান চরিত্রে আছেন বাংলাদেশের নাজিরা মৌ। এর মধ্যে বিভিন্ন প্রেক্ষাগৃহে ‘নন্দিনী’র পোস্টার-ব্যানার পাঠিয়েছেন রাসেল। সামাজিক যোগাযোগমাধ্যমেও চালিয়েছেন প্রচারণা।

তবে গতকাল সিদ্ধান্ত নিয়েছেন ২ আগস্ট ছবিটি মুক্তি না দেওয়ার।রাসেল বলেন, ‘আমরা যে প্রেক্ষাগৃহগুলো চূড়ান্ত করেছিলাম সেগুলো এখন বন্ধ। দেশের যে পরিস্থিতি দেখছি, মনে হচ্ছে ২ আগস্ট প্রেক্ষাগৃহগুলো খুলবে না। তাহলে আমরা ছবি চালাব কোথায়? সিদ্ধান্ত নিয়েছি আগস্টের শেষ সপ্তাহে মুক্তি দেওয়ার।

প্রযোজক সমিতির কাছে অনুমতি পাব কি না জানি না। কারণ অন্য কোনো ছবি সে সপ্তাহে মুক্তি পাওয়ার কথা থাকলে তো আমাকে ডেট দেওয়া হবে না। সে ক্ষেত্রে হয়তো সেপ্টেম্বরের মাঝামাঝি নতুন করে ডেট নেব।’পেছাবে না অমানুষ হলো মানুষ
মনতাজুর রহমান আকবের ‘অমানুষ হলো মানুষ’ মুক্তি পাবে ৯ আগস্ট। অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল গতকাল নিশ্চিত করেছেন, নির্ধারিত দিনেই প্রেক্ষাগৃহে আসবে ছবিটি।

ডিপজল ছাড়াও ছবিতে অভিনয় করেছেন মৌ খান, জয় চৌধুরীসহ অনেকে। ডিপজল বলেন, ‘আমি ৩০টির মতো প্রেক্ষাগৃহ চূড়ান্ত করেছি। এখন আর পেছানোর উপায় নেই। তা ছাড়া ঈদের পর থেকে প্রেক্ষাগৃহ মালিকরা নতুন ছবির অপেক্ষায়। আমি পেশাদার প্রযোজক ও পরিচালক। আমার নিজেরও প্রেক্ষাগৃহ ছিল। নতুন ছবির অভাবটা বুঝি। তাই সিদ্ধান্ত নিয়েছি নির্ধারিত দিনেই ছবি মুক্তি দেওয়ার। আশা করছি, চলমান ইস্যু দ্রুত শেষ হবে। দু-এক দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।’অনিশ্চিত পদাতিক, বান্ধব ও হুরমতি
১৬ আগস্ট বাংলাদেশে আমদানিনীতিতে মুক্তি পাওয়ার কথা পশ্চিমবঙ্গের ‘পদাতিক’। সৃজিত মুখার্জির এই ছবিতে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ছবিটি পরিবেশনের দায়িত্ব পেয়েছে। তবে শেষ পর্যন্ত ১৬ আগস্ট ‘পদাতিক’ মুক্তি দিতে পারবেন কি না তা নিয়ে সন্দিহান প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ। গতকাল তিনি বলেন, ‘আমরা সেন্সরে জমা দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু দেশের চলমান পরিস্থিতি শান্ত না হলে কিছুই করা যাচ্ছে না। যদি অস্থির অবস্থা না থাকে তাহলে অবশ্যই ১৬ আগস্ট ছবিটি বাংলাদেশে মুক্তি দেব। প্রেক্ষাগৃহ মালিকদের সঙ্গে এ বিষয়ে আলোচনাও হয়েছে। তাঁরা ছবিটি চালানোর ব্যাপারে আগ্রহী।’

একই দিনে আরো দুই দেশি ছবি ‘বান্ধব’ ও ‘হুরমতি’ মুক্তি পাওয়ার কথা ছিল। এই ছবি দুটি নিয়ে অনিশ্চয়তায় আছেন প্রযোজকরা। ‘বান্ধব’ ছবির প্রযোজক অনুপ বড়ুয়া বলেন, ‘সব কাজ গুছিয়ে এনেছি। পোস্টার-ব্যানার তৈরি করেছি। এরই মধ্যে অনিশ্চয়তায় পড়ে গেলাম। প্রেক্ষাগৃহে দর্শক আসবে কিভাবে এ অবস্থায়! আমার মনে হচ্ছে, ১৬ আগস্টেই ছবিটি মুক্তি দিতে পারব।’

‘হুরমতি’ পরিচালনার পাশাপাশি অভিনয় করেছেন শবনম পারভীন। তিনি প্রযোজক সমিতির রেজিস্টার সৌমেন রায় বাবুকে জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে ছবিটি মুক্তি দেবেন, নইলে এক মাস পেছাবেন।

আসবে কিশোর গ্যাং
আব্দুল মান্নানের ‘কিশোর গ্যাং’-এ অভিনয় করেছে একদল নতুন মুখ। ছবিটি কোরবানির ঈদে মুক্তি পাওয়ার কথা থাকলেও পিছিয়ে যায়। তখনই মান্নান জানান, ২৩ আগস্ট মুক্তি দেবেন। গতকাল তিনি বলেন, ‘আমার মনে হয় না এই পরিস্থিতি ২৩ আগস্ট পর্যন্ত থাকবে। নির্ধারিত দিনেই ছবিটি মুক্তি দিতে পারব। আমার প্রযোজকও আর অপেক্ষা করতে চান না।’