ঢাকা , বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

আইন শৃঙ্খলা বাহিনীকে অভ্যর্থনা জানানোর আহ্বান তিশার

শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছিল দেশের শিল্পী সমাজ। কেউ রাজপথে কেউ সামাজিক মাধ্যমে কথা বলেছেন শিক্ষার্থীদের পক্ষে। অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাও ছিলেন এই দলে। শুরু থেকেই শিক্ষার্থীদের পক্ষে আওয়াজ তুলেছেন তিনি। এদিকে আন্দোলনে বিজয় আসার পর বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঢাকা ও ঢাকার বাইরে থানায় থানায় হামলা, অগ্নি অসংযোগ ও লুটের ঘটনা ঘটেছে। এতে নিরাপত্তার অভাবে কর্মবিরতির ঘোষণা দেয় দেশের আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ। এ অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী ভীষণ প্রয়োজনীয়তা অনুভব করছেন সবাই। এ বিষয়ে তিশা তাদের উষ্ণ অভ্যর্থনা জানানোর আহ্বান জানালেন। নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেন, চলুন আমরা সবাই মিলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে ওয়ার্মলি ওয়েলকাম জানাই, যখন তারা কাজে নামবে।

কারণ তারাও আমাদের দেশের অংশ।এর আগে দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে সামাজিক মাধ্যমে আহ্বান জানিয়েছিলেন অভিনেত্রী। লিখেছিলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন করুন এবং দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনুন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

আইন শৃঙ্খলা বাহিনীকে অভ্যর্থনা জানানোর আহ্বান তিশার

আপডেট টাইম : ০৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪

শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছিল দেশের শিল্পী সমাজ। কেউ রাজপথে কেউ সামাজিক মাধ্যমে কথা বলেছেন শিক্ষার্থীদের পক্ষে। অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাও ছিলেন এই দলে। শুরু থেকেই শিক্ষার্থীদের পক্ষে আওয়াজ তুলেছেন তিনি। এদিকে আন্দোলনে বিজয় আসার পর বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঢাকা ও ঢাকার বাইরে থানায় থানায় হামলা, অগ্নি অসংযোগ ও লুটের ঘটনা ঘটেছে। এতে নিরাপত্তার অভাবে কর্মবিরতির ঘোষণা দেয় দেশের আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ। এ অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী ভীষণ প্রয়োজনীয়তা অনুভব করছেন সবাই। এ বিষয়ে তিশা তাদের উষ্ণ অভ্যর্থনা জানানোর আহ্বান জানালেন। নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেন, চলুন আমরা সবাই মিলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে ওয়ার্মলি ওয়েলকাম জানাই, যখন তারা কাজে নামবে।

কারণ তারাও আমাদের দেশের অংশ।এর আগে দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে সামাজিক মাধ্যমে আহ্বান জানিয়েছিলেন অভিনেত্রী। লিখেছিলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন করুন এবং দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনুন।