ঢাকা , সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আবার শুরু হতে যাচ্ছে পরী-বুবলীর যুদ্ধ

চলতি বছরের মার্চে ভার্চ্যুয়াল যুদ্ধে মুখোমুখি হন পরীমণি ও শবনম বুবলী। ঢাকাই ছবির আলোচিত দুই অভিনেত্রীর মধ্যে ঝামেলার সূত্রপাত ছেলের জন্মদিনে বুবলীর ফেসবুকে আপলোড করা একটি ভিডিও ঘিরে।পরীমণি ও বুবলীর দ্বন্দ্ব ফেসবুকে সীমাবদ্ধ ছিল। দুজনে এ নিয়ে সামনাসামনি কোনো কথা বলেননি।

তবে একটা সময়ে বুবলীর বড় বোন (নাজনীন মিমি) ইঙ্গিতপূর্ণ কথা বলেন পরীমণিকে ঘিরে। তার পর পরীমণিও তেলে-বেগুনে জ্বলে ওঠেন, ফেসবুকে আরও কথা বলেন। সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল নাগরিকে দেওয়া সাক্ষাৎকারে নয় মাস আগের সেই প্রসঙ্গ নিয়ে পরীমণি বলেন, ‘আপনি (শবনম বুবলী) আমাকে ডাকবেন, আসো তো পরী, কী হয়েছে। চলো বসি, কী হয়েছে দেখি। তা না করে আপনার ভাইবোন চৌদ্দগুষ্টি নিয়ে আমার গলা চেপে ধরবেন!’

কথা প্রসঙ্গে পরীমণি আরও বলেন, ‘বুবলীর বোনকে তো আমি চিনতামই না। ওনার বোন যখন একটা বাজে স্ট্যাটাস দিচ্ছেন, এসব যখন আবার আমার লোকজন আমাকে দেখাচ্ছে, তখন তো বিষয়টা দুঃখজনক। যার সঙ্গে আমার কথা হচ্ছে, তারই আমাকে বলা উচিত। আমার সবকিছু আমাকেই জবাব দিতে হয়েছে। আমার তো আর কেউ নেই। থাকলেও অবশ্য আমিই কথা বলতাম। কারণ সমস্যাটা যেহেতু আমার। এখানে পরিবারকে টানার কোনো অর্থ হয় না। আমার কাছে যেটা আছে, সেটা হচ্ছে সত্যি। এই সত্যিটাই আমার শক্তি।’

বুবলীর সঙ্গে পরীমণির সম্পর্কের তিক্ততা যখন সামনে আসে, তখন অনেকে ভেবেছিলেন অপু বিশ্বাস ইন্ধন জোগাচ্ছেন। এ প্রসঙ্গে পরীমণি বলেন, ‘অপুদির (অপু বিশ্বাস) সঙ্গে তো আমার এত খাতির নেই। আড্ডাবাজির সম্পর্কও না। অপুদি কী রান্না করছ, খেতে আসতেছি- এ ধরনের সম্পর্ক তো মোটেও না। তবে অপুদিকে আমি পছন্দ করি, ভালোবাসি- এটা সত্য; কিন্তু উনি আমাকে কতটা পছন্দ করেন- এটা আমি বুঝতে পারি না মাঝেমধ্যে (হাসি)।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

আবার শুরু হতে যাচ্ছে পরী-বুবলীর যুদ্ধ

আপডেট টাইম : ০৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪

চলতি বছরের মার্চে ভার্চ্যুয়াল যুদ্ধে মুখোমুখি হন পরীমণি ও শবনম বুবলী। ঢাকাই ছবির আলোচিত দুই অভিনেত্রীর মধ্যে ঝামেলার সূত্রপাত ছেলের জন্মদিনে বুবলীর ফেসবুকে আপলোড করা একটি ভিডিও ঘিরে।পরীমণি ও বুবলীর দ্বন্দ্ব ফেসবুকে সীমাবদ্ধ ছিল। দুজনে এ নিয়ে সামনাসামনি কোনো কথা বলেননি।

তবে একটা সময়ে বুবলীর বড় বোন (নাজনীন মিমি) ইঙ্গিতপূর্ণ কথা বলেন পরীমণিকে ঘিরে। তার পর পরীমণিও তেলে-বেগুনে জ্বলে ওঠেন, ফেসবুকে আরও কথা বলেন। সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল নাগরিকে দেওয়া সাক্ষাৎকারে নয় মাস আগের সেই প্রসঙ্গ নিয়ে পরীমণি বলেন, ‘আপনি (শবনম বুবলী) আমাকে ডাকবেন, আসো তো পরী, কী হয়েছে। চলো বসি, কী হয়েছে দেখি। তা না করে আপনার ভাইবোন চৌদ্দগুষ্টি নিয়ে আমার গলা চেপে ধরবেন!’

কথা প্রসঙ্গে পরীমণি আরও বলেন, ‘বুবলীর বোনকে তো আমি চিনতামই না। ওনার বোন যখন একটা বাজে স্ট্যাটাস দিচ্ছেন, এসব যখন আবার আমার লোকজন আমাকে দেখাচ্ছে, তখন তো বিষয়টা দুঃখজনক। যার সঙ্গে আমার কথা হচ্ছে, তারই আমাকে বলা উচিত। আমার সবকিছু আমাকেই জবাব দিতে হয়েছে। আমার তো আর কেউ নেই। থাকলেও অবশ্য আমিই কথা বলতাম। কারণ সমস্যাটা যেহেতু আমার। এখানে পরিবারকে টানার কোনো অর্থ হয় না। আমার কাছে যেটা আছে, সেটা হচ্ছে সত্যি। এই সত্যিটাই আমার শক্তি।’

বুবলীর সঙ্গে পরীমণির সম্পর্কের তিক্ততা যখন সামনে আসে, তখন অনেকে ভেবেছিলেন অপু বিশ্বাস ইন্ধন জোগাচ্ছেন। এ প্রসঙ্গে পরীমণি বলেন, ‘অপুদির (অপু বিশ্বাস) সঙ্গে তো আমার এত খাতির নেই। আড্ডাবাজির সম্পর্কও না। অপুদি কী রান্না করছ, খেতে আসতেছি- এ ধরনের সম্পর্ক তো মোটেও না। তবে অপুদিকে আমি পছন্দ করি, ভালোবাসি- এটা সত্য; কিন্তু উনি আমাকে কতটা পছন্দ করেন- এটা আমি বুঝতে পারি না মাঝেমধ্যে (হাসি)।’