বলিউডে একের পর এক অঘটন! নতুন বছর শুরু হতে না হতেই নানা দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন তারকারা। সবশেষ সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় এখনও আতঙ্কের রেশ কাটেনি। এরই মধ্যে জানা গেল, এক শ্যুটিং স্পটে ছাদ ভেঙে পড়ে অভিনেতা অর্জুন কাপুরের ওপর। ফলে অল্পের জন্য বেঁচে যান অর্জুন ও তার সহকর্মীরা।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ের রয়্যাল পামসের ইম্পেরিয়াল প্যালেসে আসন্ন ছবি ‘মেরে হাজব্যান্ড কি বিবি’র একটি গানের দৃশ্যে শুট করছিলেন অর্জুন ও ভূমি পেডনেকর। তখনই ভেঙে পড়ে ছাদের সিলিং। এ ঘটনায় অর্জুন ছাড়াও জখম হয়েছেন ছবির প্রযোজক জ্যাকি ভাগনানি ও পরিচালক মুদাসসির আজিজ।
ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের অশোক দুবে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যে বাড়িতে শুটিং হচ্ছিল সেটি বেশ পুরনো এবং ভগ্নপ্রায়। বেশ কিছু দিন ধরে সেখানে টানা শুটিং হচ্ছিল। লাগাতার শব্দের কম্পনে সম্ভবত নড়বড়ে বাড়িটি আরও নড়বড়ে হয়ে পড়ে। যার জেরে এই বিপত্তি।
তিনি আরও জানিয়েছেন, অর্জুন, ছবির পরিচালক, প্রযোজকের পাশাপাশি ছবির বাকি কলাকুশলীরাও অল্পবিস্তর জখম হয়েছেন। যেমন, অশোক নিজে কনুই ও মাথায় চোট পেয়েছেন। চিত্রগ্রাহক মনু আনন্দের বুড়ো আঙুল ভেঙে গেছে। সহ-চিত্রগ্রাহক মেরুদণ্ডে চোট পেয়েছেন। তবে কারও চোট গুরুতর নয়, এ কথাও জানিয়েছেন তিনি।
কোরিওগ্রাফার বিজয় গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমার চোখ তখন মনিটরে। আচমকাই দেখি ছাদ ভেঙে পড়ল চোখের সামনে। ঈশ্বরের কৃপায় গোটা ছাদটা ভেঙে পড়েনি আমাদের মাথার ওপর। তাহলে আরও বড়সড় বিপদ ঘটতে পারত। তবে অর্জুন কাপুরসহ অনেকেই মারাত্মক জখম হয়েছেন। এই ধরনের পুরো বাড়িগুলোকে তো আমরা প্রায়শই লোকেশন হিসেবে ব্যবহার করি এটা ভেবে যে, প্রযোজনা সংস্থার পক্ষ থেকে সমস্ত সুরক্ষা নিশ্চিত করা হবে।’
এই দুর্ঘটনার বিষয়ে ইতিমধ্যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, বিএমসিকে চিঠি লিখে জানিয়েছেন ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের সাধারণ সম্পাদক অশোক দুবে।