দীর্ঘদিন আলোচনায় না থাকলেও এবার নতুন খবর নিয়ে ফিরেছেন ঢালিউড অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা। পবিত্র রমজানে ওমরাহ পালনের জন্য তিনি সৌদি আরবের মক্কায় গেছেন। ৬ মার্চ তিনি মক্কায় পৌঁছান এবং ১৩ মার্চ ঢাকায় ফিরবেন বলে জানিয়েছেন।
বর্ষা তার ফেসবুক হ্যান্ডেলে ওমরাহ পালনের একাধিক মুহূর্ত শেয়ার করেছেন। তিনি লিখেছেন, “আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমা করুন, আমিন। আমার আত্মাটা রেখে গেলাম। ইনশাআল্লাহ আবার ফিরে আসব।”
বর্ষার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘কিল হিম’। মোহাম্মদ ইকবালের পরিচালনায় এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন অনন্ত জলিল। এছাড়াও অন্যান্য চরিত্রে রুবেল, মিশা সওদাগর, সীমান্ত, রাহুল দেব ও অ্যামি ছিলেন।