ঢাকা , রবিবার, ২০ অক্টোবর ২০২৪, ৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

‘সবটুকু’ নিয়ে আসছেন তানজিকা-মিলন

বাঙালী কণ্ঠ নিউজঃ প্রেমিক প্রেমিকার মাঝখানে কাঁচের দেয়াল। কেউ কাউকে ছুঁতে পারছে না। ভিড়তে পারছে না একে অপরের কাছে। সম্পর্কের এমন টানাপড়েনের গল্প নিয়েই নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী নির্দেশনা দিলেন তার ৩৪৫তম নির্মাণের। আসন্ন ঈদের ফিকশন ‘রোমান্টিক ফেস’র আওতায় নির্মাণ করা হচ্ছে নাটকটি। নাম ‘সবটুকু’।
ফারিয়া হোসেনের রচনায় নাটকটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও তানজিকা আমিন। আরও রয়েছেন নাজিরা মৌ ও করভি মিজান। এতে অভিনয়
প্রসঙ্গে মিলন বলেন, ‘নাটকটির গল্প বেশ রোমান্টিক। মানব হৃদয়ের সম্পর্কের টানাপড়েনের নানা দিক এতে তুলে ধরা হয়েছে। যে সম্পর্কের মধ্য দিয়ে কমবেশি আমরা সবাই যাই। দর্শককে আবেগী করে তুলবে নাটকটির গল্প।’
চয়নিকা চৌধুরী বলেন, ‘সাধারণত ব্যতিক্রমী গল্পের নাটক নির্মাণ করার চেষ্টা করি আমি। এবারের ঈদেও এমন গল্প নিয়ে নাটক নির্মাণ করছি। এরই মধ্যে বেশ কয়েকটি নাটক নির্মাণ করেছি। সম্প্রতি এটির শুটিং শেষ করলাম। নাটকটি রোমান্টিক গল্পনির্ভর। সম্পর্কের কথা বলা হয়েছে এতে। আশা করি দর্শকের ভালো লাগবে।’
আসছে ঈদে কোনো এক চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

‘সবটুকু’ নিয়ে আসছেন তানজিকা-মিলন

আপডেট টাইম : ০৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ প্রেমিক প্রেমিকার মাঝখানে কাঁচের দেয়াল। কেউ কাউকে ছুঁতে পারছে না। ভিড়তে পারছে না একে অপরের কাছে। সম্পর্কের এমন টানাপড়েনের গল্প নিয়েই নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী নির্দেশনা দিলেন তার ৩৪৫তম নির্মাণের। আসন্ন ঈদের ফিকশন ‘রোমান্টিক ফেস’র আওতায় নির্মাণ করা হচ্ছে নাটকটি। নাম ‘সবটুকু’।
ফারিয়া হোসেনের রচনায় নাটকটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও তানজিকা আমিন। আরও রয়েছেন নাজিরা মৌ ও করভি মিজান। এতে অভিনয়
প্রসঙ্গে মিলন বলেন, ‘নাটকটির গল্প বেশ রোমান্টিক। মানব হৃদয়ের সম্পর্কের টানাপড়েনের নানা দিক এতে তুলে ধরা হয়েছে। যে সম্পর্কের মধ্য দিয়ে কমবেশি আমরা সবাই যাই। দর্শককে আবেগী করে তুলবে নাটকটির গল্প।’
চয়নিকা চৌধুরী বলেন, ‘সাধারণত ব্যতিক্রমী গল্পের নাটক নির্মাণ করার চেষ্টা করি আমি। এবারের ঈদেও এমন গল্প নিয়ে নাটক নির্মাণ করছি। এরই মধ্যে বেশ কয়েকটি নাটক নির্মাণ করেছি। সম্প্রতি এটির শুটিং শেষ করলাম। নাটকটি রোমান্টিক গল্পনির্ভর। সম্পর্কের কথা বলা হয়েছে এতে। আশা করি দর্শকের ভালো লাগবে।’
আসছে ঈদে কোনো এক চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।