ঢাকা , শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সেন্সরে যাচ্ছে ববির ‘বিজলি’

বাঙালী কণ্ঠ নিউজঃ ঢালিউডের গ্লামারাস চিত্রনায়িকা ইয়ামিন হক ববি অভিনীত `বিজলি` ছবিটি সেন্সরে যাচ্ছে। পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী। ছবিতে ববির সঙ্গে অভিনয় করেছেন কলকাতার মডেল-অভিনেতা রণবীর।

এই ঈদুল আযহায় ঈদে `বিজলি` মুক্তি পাওয়ার কথা থাকলেও নানা জটিলতায় সে সিদ্ধান্ত থেকে সরে আসে প্রযোজনা প্রতিষ্ঠান। তবে জানা গেছে, ছবির সব কাজ শেষ। এখন শুধু সেন্সরের অপেক্ষা। আর অক্টোবরেই সেন্সর বোর্ডে ছবিটি জমা দেয়া হবে। সম্প্রতি মিশা সওদাগরের উপর থেকে হল মালিক সমিতির নিষেধাজ্ঞা তুলে নেয়ায় ছবির মুক্তিতে কোনো বাধা নেই জানান ছবিটির প্রযোজক ও অভিনেত্রী ববি। ছবিতে ববি-রণবীর ছাড়াও আরো অভিনয় করছেন নব্বই দশকের দাপুটে অভিনেতা ইলিয়াস কাঞ্চন, আহমেদ রুবেল, শতাব্দী রায়, মিজু আহমেদ, দিলারা জামান, মিশা সওদাগর, আমির সিরাজী, শিমুল খান, সীমান্ত প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সেন্সরে যাচ্ছে ববির ‘বিজলি’

আপডেট টাইম : ১১:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ ঢালিউডের গ্লামারাস চিত্রনায়িকা ইয়ামিন হক ববি অভিনীত `বিজলি` ছবিটি সেন্সরে যাচ্ছে। পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী। ছবিতে ববির সঙ্গে অভিনয় করেছেন কলকাতার মডেল-অভিনেতা রণবীর।

এই ঈদুল আযহায় ঈদে `বিজলি` মুক্তি পাওয়ার কথা থাকলেও নানা জটিলতায় সে সিদ্ধান্ত থেকে সরে আসে প্রযোজনা প্রতিষ্ঠান। তবে জানা গেছে, ছবির সব কাজ শেষ। এখন শুধু সেন্সরের অপেক্ষা। আর অক্টোবরেই সেন্সর বোর্ডে ছবিটি জমা দেয়া হবে। সম্প্রতি মিশা সওদাগরের উপর থেকে হল মালিক সমিতির নিষেধাজ্ঞা তুলে নেয়ায় ছবির মুক্তিতে কোনো বাধা নেই জানান ছবিটির প্রযোজক ও অভিনেত্রী ববি। ছবিতে ববি-রণবীর ছাড়াও আরো অভিনয় করছেন নব্বই দশকের দাপুটে অভিনেতা ইলিয়াস কাঞ্চন, আহমেদ রুবেল, শতাব্দী রায়, মিজু আহমেদ, দিলারা জামান, মিশা সওদাগর, আমির সিরাজী, শিমুল খান, সীমান্ত প্রমুখ।