বাঙালী কণ্ঠ নিউজঃ ২০১৩ সালের ঘটনা। প্রকাশ্যে ধূমপান করছিল এক কিশোর। যেটা ভালোভাবে নিতে পারেননি বলিউডের অনেক হিট গানের কণ্ঠশিল্পী জুবিন গার্গ। থাপ্পড় কষিয়ে দেন ওই কিশোরের মুখে।
সেই একটি থাপ্পড়ই যে তাকে লাল দালানের ভাত খাইয়ে ছাড়বে সেটা বোধহয় আন্দাজ করতে পারেননি গায়ক জুবি। কারণ, তিনি যাকে থাপ্পড় মেরেছিলেন সেই কিশোর ছিলেন বোরবোরা নামের একজন নামকরা আইনজীবীর ছেলে। ছেলেকে থাপ্পড় মারায় যথারীতি থানায় মামলা করেন ওই আইনজীবী।
দীর্ঘ চার বছরের মাথায় সেই মামলায় তিন মাসের জেল হয়েছে গায়ক জুবিনের। শুধু তাই নয়, পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানাও গুণতে হবে তাকে। গত শুক্রবার জুবিনের বিরুদ্ধে এ রায় দেয় আদালত।
এই মামলায় অবশ্য এর আগেও গ্রেপ্তার হয়েছিলেন জুবিন। সেবার ওই দিনই জামিন নিয়ে এতদিন নিশ্চিন্তই ছিলেন গায়ক। কিন্তু এবার আর শেষ রক্ষা হলো না।
নামে অপরিচিত হলেও সঙ্গীত জগতে একেবারেই অপরিচিত নন জুবিন গার্গ। হিন্দি ও কলকাতার ‘ইয়া আলি’, ‘দম মারো দম’, ‘লাভ ইউ সনিয়ো’, ‘বোঝে না সে বোঝে না’সহ বেশ কিছু জনপ্রিয় গানে কণ্ঠ দিয়ছেন তিনি।