ঢাকা , রবিবার, ২০ অক্টোবর ২০২৪, ৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

অভিনেত্রী রাম চরণকে করল্লার রেসিপি খাওয়াবেন

বাঙালী কণ্ঠ নিউজঃ ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী আনসুয়া ভরদ্বাজ। গত বছর রুপালি জগতে অভিষেক হলেও এরই মধ্যে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। সেগুলো বক্স অফিসে সফলতাও পেয়েছে।

বর্তমানে ‘রাঙ্গাথালাম ১৯৮৫’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী। সম্প্রতি এর শুটিং সেটের বেশ কিছু মজার অভিজ্ঞতা সংবাদমাধ্যমে জানান এই অভিনেত্রী।

‘রাঙ্গাথালাম ১৯৮৫’ পরিচালনা করছেন সুকুমার। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সামান্থা রুথ প্রভু ও রাম চরণ। সিনেমা ও খাবারের প্রতি রাম চরণ ও নির্মাতা সুকুমারের আগ্রহ নিয়ে আনসুয়া বলেন, ‘শুটিং সেটে আমরা যখন খাবার নিয়ে আলোচনা করছিলাম, তখন কথা দিয়েছি, পরবর্তী শুটিংয়ের সময় আমি তাদের জন্য কাকারাকায়া (করল্লার তরকারি) নিয়ে যাব। তারা আমার কথা শুনে খুব আগ্রহী হয়েছেন এবং বিশ্বাস করেছেন এই খাবারটি সুস্বাদু। পরবর্তী শুটিংয়ের সময় আমিও তাদের খাবার খাওয়ানোর জন্য উন্মুখ হয়ে আছি।’

প্রথমে এ সিনেমায় অভিনয়ের জন্য অস্বীকৃতি জানিয়েছিলেন আনসুয়া ভরদ্বাজ। কারণ পার্শ্ব চরিত্রে অভিনয় করতে রাজি ছিলেন না তিনি। কিন্তু শেষ পর্যন্ত এতে অভিনয় করছেন। ‘রাঙ্গাথালাম ১৯৮৫’ সিনেমাটির শুটিং দ্রুত গতিতে এগুচ্ছে। ২০১৮ সালে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

অভিনেত্রী রাম চরণকে করল্লার রেসিপি খাওয়াবেন

আপডেট টাইম : ০৬:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী আনসুয়া ভরদ্বাজ। গত বছর রুপালি জগতে অভিষেক হলেও এরই মধ্যে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। সেগুলো বক্স অফিসে সফলতাও পেয়েছে।

বর্তমানে ‘রাঙ্গাথালাম ১৯৮৫’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী। সম্প্রতি এর শুটিং সেটের বেশ কিছু মজার অভিজ্ঞতা সংবাদমাধ্যমে জানান এই অভিনেত্রী।

‘রাঙ্গাথালাম ১৯৮৫’ পরিচালনা করছেন সুকুমার। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সামান্থা রুথ প্রভু ও রাম চরণ। সিনেমা ও খাবারের প্রতি রাম চরণ ও নির্মাতা সুকুমারের আগ্রহ নিয়ে আনসুয়া বলেন, ‘শুটিং সেটে আমরা যখন খাবার নিয়ে আলোচনা করছিলাম, তখন কথা দিয়েছি, পরবর্তী শুটিংয়ের সময় আমি তাদের জন্য কাকারাকায়া (করল্লার তরকারি) নিয়ে যাব। তারা আমার কথা শুনে খুব আগ্রহী হয়েছেন এবং বিশ্বাস করেছেন এই খাবারটি সুস্বাদু। পরবর্তী শুটিংয়ের সময় আমিও তাদের খাবার খাওয়ানোর জন্য উন্মুখ হয়ে আছি।’

প্রথমে এ সিনেমায় অভিনয়ের জন্য অস্বীকৃতি জানিয়েছিলেন আনসুয়া ভরদ্বাজ। কারণ পার্শ্ব চরিত্রে অভিনয় করতে রাজি ছিলেন না তিনি। কিন্তু শেষ পর্যন্ত এতে অভিনয় করছেন। ‘রাঙ্গাথালাম ১৯৮৫’ সিনেমাটির শুটিং দ্রুত গতিতে এগুচ্ছে। ২০১৮ সালে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।