বাঙালী কণ্ঠ নিউজঃ শুক্রবার দেশের ১২৮টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিটি। এটি পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর।
তিনি বলেন, আমি বিশ্বাস করি এই ছবিটি দেখার জন্য দর্শক হলে আসবে। দর্শক ছবিতে সুন্দর একটি গল্প দেখতে চায়, যা আমার এই ছবিতে আছে। শিল্পীদের ভালো অভিনয়ও দেখতে চায়। আমি মনে করি ছবিতে তারও কোনো ঘাটতি নেই।
ছবিতে ডিপজল, মৌসুমী, বাপ্পী, মিম, আহমেদ শরিফ, অমিত হাসান, দিলারা, অরুনা বিশ্বাস, নাদির খান, শবনম পারভিন, ইলিয়াস কোবরা, সুব্রত প্রমুখ অভিনয় করেছেন।