ঢাকা , রবিবার, ২০ অক্টোবর ২০২৪, ৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

এই শহরে আর থাকা হলো না শাহনূরের

বাঙালী কণ্ঠ নিউজঃ চিত্রনায়িকা শাহনূর চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি টিভি নাটকেও নিয়মিত অভিনয় করেন। সেই ধারাবাহিকতায় এবার তিনি শাহীনের নির্দেশনায় নতুন একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘এই শহরে আর থাকা হলো না’। এরই মধ্যে রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। নাটকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। এতে অভিনয় প্রসঙ্গে শাহনূর বলেন, ‘নাটকটির গল্প সমসাময়িক জীবন ধারার গল্প। এতে আমি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছি। বলায় অনেক দিন পর কোনো খণ্ড নাটকে অভিনয় করলাম; যে কারণে কাজটি করেও বেশ ভালো লেগেছে। আশাকরি দর্শকেরও ভালো লাগবে।’ এ দিকে অভিনয় জীবনের দীর্ঘ পথচলায় ৫০টির বেশি চলচ্চিত্রে এবং তিন শতাধিক নাটকে অভিনয় করেছেন চিত্রনায়িকা শাহনূর। অভিনয়ে পথে চলতে চলতে একসময় নিজে নাটকও প্রযোজনা করেন তিনি। এখন পর্যন্ত তিনটি নাটক প্রযোজনা করেছেন তিনি। নাটক তিনটি হচ্ছে রেজানূর রহমানের ‘অনুভবে তুমি’, ‘নদী ভাঙ্গা মেয়ে’ ও শামীম শরীফের ‘ফেসবুকে নীল আকাশ’। এর মধ্যে শাহনূর সিদ্ধান্ত নিয়েছেন নিজেই নির্দেশনা দেবেন। তবে অভিনয়ে সময় দিয়েই তিনি নির্দেশনা দেবেন। নির্দেশনার কাজ প্রায় গুছিয়েও এনেছেন তিনি। শাহনূর বলেন, ‘একজন নির্দেশক হিসেবে কাজ করা খুব কঠিন। যদিও আমি অনেক চলচ্চিত্রে অনেক নাটকে অভিনয় করেছি। কিন্তু নির্দেশক হিসেবে নাটক নির্মাণের সাহস পাইনি। নিজেকে তেমন যোগ্যও মনে হয়নি এত দিন। কিন্তু এখন আমার খুউব কাছের বেশ কয়েকজন মানুষ এবং শুভাকাক্সক্ষী বলেছেন নির্দেশনা দেয়ার জন্য।’ শাহনূর শেষ করেছেন মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র জাহিদ হোসেনের ‘লীলামন্থন’ ও ফারুক হোসেনের ‘কাকতাড়–য়া’ চলচ্চিত্রের কাজ। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে জামশেদুর রহমানের ‘কে আমার শত্রু’, জুয়েল ফার্সির ‘হবারতো হবেই প্রেম’ ও সোলায়মান হোসেনের ‘প্রেমপ্রীতি ভালোবাসা’। শাহনূর অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ চলচ্চিত্র হচ্ছে ‘অপহরণ’। বাবু রায় পরিচালিত এ চলচ্চিত্রটি গেল ঈদে কলকাতায় মুক্তি পায়। শাহনূর অভিনীত ৫০তম চলচ্চিত্র বদিউল আলম খোকন পরিচালিত ‘রাজা বাবু’। এ ছবিতে তিনি সর্বশেষ দিতির সাথে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন। শাহনূর বর্তমানে খুলনায় আছেন নানার বাড়িতে। সেখান থেকে যশোর যাবেন দাদার বাড়িতে। এরপর তিনি ঢাকায় ফিরবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

এই শহরে আর থাকা হলো না শাহনূরের

আপডেট টাইম : ১১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ চিত্রনায়িকা শাহনূর চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি টিভি নাটকেও নিয়মিত অভিনয় করেন। সেই ধারাবাহিকতায় এবার তিনি শাহীনের নির্দেশনায় নতুন একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘এই শহরে আর থাকা হলো না’। এরই মধ্যে রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। নাটকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। এতে অভিনয় প্রসঙ্গে শাহনূর বলেন, ‘নাটকটির গল্প সমসাময়িক জীবন ধারার গল্প। এতে আমি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছি। বলায় অনেক দিন পর কোনো খণ্ড নাটকে অভিনয় করলাম; যে কারণে কাজটি করেও বেশ ভালো লেগেছে। আশাকরি দর্শকেরও ভালো লাগবে।’ এ দিকে অভিনয় জীবনের দীর্ঘ পথচলায় ৫০টির বেশি চলচ্চিত্রে এবং তিন শতাধিক নাটকে অভিনয় করেছেন চিত্রনায়িকা শাহনূর। অভিনয়ে পথে চলতে চলতে একসময় নিজে নাটকও প্রযোজনা করেন তিনি। এখন পর্যন্ত তিনটি নাটক প্রযোজনা করেছেন তিনি। নাটক তিনটি হচ্ছে রেজানূর রহমানের ‘অনুভবে তুমি’, ‘নদী ভাঙ্গা মেয়ে’ ও শামীম শরীফের ‘ফেসবুকে নীল আকাশ’। এর মধ্যে শাহনূর সিদ্ধান্ত নিয়েছেন নিজেই নির্দেশনা দেবেন। তবে অভিনয়ে সময় দিয়েই তিনি নির্দেশনা দেবেন। নির্দেশনার কাজ প্রায় গুছিয়েও এনেছেন তিনি। শাহনূর বলেন, ‘একজন নির্দেশক হিসেবে কাজ করা খুব কঠিন। যদিও আমি অনেক চলচ্চিত্রে অনেক নাটকে অভিনয় করেছি। কিন্তু নির্দেশক হিসেবে নাটক নির্মাণের সাহস পাইনি। নিজেকে তেমন যোগ্যও মনে হয়নি এত দিন। কিন্তু এখন আমার খুউব কাছের বেশ কয়েকজন মানুষ এবং শুভাকাক্সক্ষী বলেছেন নির্দেশনা দেয়ার জন্য।’ শাহনূর শেষ করেছেন মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র জাহিদ হোসেনের ‘লীলামন্থন’ ও ফারুক হোসেনের ‘কাকতাড়–য়া’ চলচ্চিত্রের কাজ। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে জামশেদুর রহমানের ‘কে আমার শত্রু’, জুয়েল ফার্সির ‘হবারতো হবেই প্রেম’ ও সোলায়মান হোসেনের ‘প্রেমপ্রীতি ভালোবাসা’। শাহনূর অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ চলচ্চিত্র হচ্ছে ‘অপহরণ’। বাবু রায় পরিচালিত এ চলচ্চিত্রটি গেল ঈদে কলকাতায় মুক্তি পায়। শাহনূর অভিনীত ৫০তম চলচ্চিত্র বদিউল আলম খোকন পরিচালিত ‘রাজা বাবু’। এ ছবিতে তিনি সর্বশেষ দিতির সাথে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন। শাহনূর বর্তমানে খুলনায় আছেন নানার বাড়িতে। সেখান থেকে যশোর যাবেন দাদার বাড়িতে। এরপর তিনি ঢাকায় ফিরবেন।