নতুন দম্পতি মাহি ও অপু। তাদের একজন (মাহি) ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা, অন্যজন (অপু) সিলেটের ব্যবসায়ী। প্রথমবারের মত এ দু’জন একসঙ্গে উপস্থিত হচ্ছেন টিভি পর্দায়। এবারের ঈদে মাছরাঙা টেলিভিশনের একটি আড্ডা বিষয়ক অনুষ্ঠানে দেখা যাবে তাদের।
রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও সাইফুল ইসলামের প্রযোজনায় মাছরাঙা টেলিভিশনের জন্য ‘কেমিস্ট্রি’ শিরোনামারে এই আড্ডার
অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন জনপ্রিয় উপস্থাপক রুমানা মালিক মুনমুন। অনুষ্ঠানটি ঈদের ৫ম দিন, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে প্রচারিত হবে।
এদিকে মজার এই আড্ডাতে অপু উপস্থিত হয়েছিলেন মাহির দেয়া সুন্দর একটি পাঞ্জাবি পরে। তবে মজার ব্যাপার হল, অনুষ্ঠানের পুরোটি সময়জুড়েই অপু ও মাহির খুনসুঁটি ছিল চোখে পড়ার মত। শুধু তাই নয়, মাহি তার স্বামীর চোখে চোখ রেখে একটি গানও গেয়েছেন। পাশাপাশি নিজের লেখা কবিতা তো ছিলই, অনুষ্ঠানের এক ফাঁকে তুমুল ঝগড়া বিবাদও সেরে নেন দুজন। যদিও এই ঝগড়া অনুরাগের, মিষ্টি অভিমানের।
মজার এই আড্ডায় মাহি জানান, তার কাছে মাহি-অপু জুটির চাইতেও সেরা শাকিব-অপু জুটি। শাকিব-অপুকে পর্দায় দেখলেই মাহির ভালো লাগে। মাহিকে নিয়ে সব ধরনের সমালোচনা, রহস্য-সবকিছুর জাল উন্মোচন করেছেন মাহি এ অনুষ্ঠানে।