বাঙালী কণ্ঠ নিউজঃ ঢাকাই চলচ্চিত্রের নাম্বার ওয়ান নায়ক শাকিব খান। তার চলচ্চিত্র ক্যারিয়ারে কম বেশী অনেক নায়িকার সঙ্গেই অভিনয় করেছেন। তবে জুটির কথা বলতে গেলে প্রথম অপু বিশ্বাসের সঙ্গে শাকিব খানের জুটি জনপ্রিয়তার তুঙ্গে ছিলো। তবে গেল কয়েক বছর যাবত সংবাদ উপস্থাপিকা থেকে নায়িকা বনে যাওয়া শবনম বুবলীর সঙ্গে নতুন করে জুটি বেধে কাজ করছেন দেশীয় চলচ্চিত্র গুলোতে।
এবার আবারো নতুন একটি ছবিতে একসঙ্গে কাজ করতে যাচ্ছেন নায়ক শাকিব খান ও নায়িকা শবনম বুবলী। ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ শিরোনামের ছবিটি পরিচালনা করবেন শাহীন সুমন। মঙ্গলবার (২৬ জুন) রাতে রাজধানীর একটি অভিজাত হোটেলে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। এসময় শাকিব খান বলেন, ‘আজ অনেক আনন্দের দিন।
কারণ আজ আমার একটি সিনেমার মহরত। ভালো সিনেমা যারা বানাচ্ছে তাদেরকে ভালোবাসা দরকার। সরকার যাদের নিয়োগ দিয়ে রেখেছেন সিনেমার উন্নয়নের জন্য তারা যেন সিনেমার জন্য একটু প্রেম দেখান। আসলেই চলচ্চিত্রের জন্য একটু প্রেম দরকার সরকারের।’
ছবিটির নাম নিয়ে শাকিব বলেন, ‘অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন এটি কোন ধরনের নাম! কিন্তু নামটি আমার কাছে খুবই ইন্টারের্স্টিং মনে হয়েছে। নামটির মধ্যে অন্যরকম একটি বিষয় রয়েছে। আসলে এটি খুব ভালো মানের একটি ছবি হবে। আশা করছি আমরা ইউনিটের সবাই প্রেম দিয়ে একটি সুন্দর ছবি সবাইকে উপহার দিতে পারবো।’
ছবিটির সংলাপ ও চিত্রনাট্য করছেন দেলোয়ার হোসেন দিল। ছবিতে নায়িকা হিসেবে আরো অভিনয় করেছেন সুচিস্মিতা মৃদুলা। ছবিটির কন্টেন্ট পার্টনার হিসেবে থাকছে লাইভ টেকনোলজি।