ঢাকা , সোমবার, ২১ অক্টোবর ২০২৪, ৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

অবশেষে বাংলাদেশে ‘সুলতান’

বাঙালী কণ্ঠ নিউজঃ যৌথ প্রযোজনা না ভারতীয় সিনেমা—এ নিয়ে কম জলঘোলা হয়নি। এরপর ঈদুল ফিতরে মুক্তিতে পায় আদালতের বাধা। সে সব জটিলতা পেরিয়ে অবশেষে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘সুলতান দ্য সেভিয়র’। ভারতের জিতস ফিল্মওয়ার্কস ও সুরিন্দার ফিল্মসের সাথে এতে আছে জাজ মাল্টিমিডিয়ার লগ্নি। সাফটা চুক্তির আওতায় ভারতীয় সিনেমা হিসেব ‘সুলতান’ বাংলাদেশে মুক্তি পাচ্ছে ২০ জুলাই।

এর আগে শাকিব খানের ‘ভাইজান এলো রে’র সাথে পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছিল ১৫ জুন।

জাজ সূত্রে মুক্তির খবরটি নিশ্চিত হওয়া গেছে। যদিও আগে বলা হয়, ৬ জুলাই বাংলাদেশের প্রেক্ষাগৃহে আসবে জিৎ-মিম অভিনীত ‘সুলতান’।

সপ্তাহ দেড়েক আগে সিনেমাটির বাংলাদেশের মুক্তির সবুজ সংকেত দেয় তথ্য মন্ত্রণালয়। জাজ ফেসবুক পেজে জানায়, এ বিষয়ে তারা প্রয়োজনীয় অনুমতি পেয়েছে। তাই মুক্তি নিয়ে আর কোনো সমস্যা নেই।

প্রথমে যৌথ প্রযোজনার কথা থাকলেও পরে এককভাবে নির্মিত হয় ‘সুলতান’। পরিচালনা করেছেন কলকাতার রাজা চন্দ। বাংলাদেশ থেকে আরো অভিনয় করেছেন আমান রেজা ও তাসকিন রহমান। আরো আছেন কলকাতার প্রিয়াঙ্কা সরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

অবশেষে বাংলাদেশে ‘সুলতান’

আপডেট টাইম : ০৬:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুলাই ২০১৮

বাঙালী কণ্ঠ নিউজঃ যৌথ প্রযোজনা না ভারতীয় সিনেমা—এ নিয়ে কম জলঘোলা হয়নি। এরপর ঈদুল ফিতরে মুক্তিতে পায় আদালতের বাধা। সে সব জটিলতা পেরিয়ে অবশেষে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘সুলতান দ্য সেভিয়র’। ভারতের জিতস ফিল্মওয়ার্কস ও সুরিন্দার ফিল্মসের সাথে এতে আছে জাজ মাল্টিমিডিয়ার লগ্নি। সাফটা চুক্তির আওতায় ভারতীয় সিনেমা হিসেব ‘সুলতান’ বাংলাদেশে মুক্তি পাচ্ছে ২০ জুলাই।

এর আগে শাকিব খানের ‘ভাইজান এলো রে’র সাথে পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছিল ১৫ জুন।

জাজ সূত্রে মুক্তির খবরটি নিশ্চিত হওয়া গেছে। যদিও আগে বলা হয়, ৬ জুলাই বাংলাদেশের প্রেক্ষাগৃহে আসবে জিৎ-মিম অভিনীত ‘সুলতান’।

সপ্তাহ দেড়েক আগে সিনেমাটির বাংলাদেশের মুক্তির সবুজ সংকেত দেয় তথ্য মন্ত্রণালয়। জাজ ফেসবুক পেজে জানায়, এ বিষয়ে তারা প্রয়োজনীয় অনুমতি পেয়েছে। তাই মুক্তি নিয়ে আর কোনো সমস্যা নেই।

প্রথমে যৌথ প্রযোজনার কথা থাকলেও পরে এককভাবে নির্মিত হয় ‘সুলতান’। পরিচালনা করেছেন কলকাতার রাজা চন্দ। বাংলাদেশ থেকে আরো অভিনয় করেছেন আমান রেজা ও তাসকিন রহমান। আরো আছেন কলকাতার প্রিয়াঙ্কা সরকার।