ঢাকা , সোমবার, ২১ অক্টোবর ২০২৪, ৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

‘জান্নাত’-এর মুক্তির ক্ষণ চূড়ান্ত

বাঙালী কণ্ঠ নিউজঃ মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত সাইমন-মাহি জুটির ‘জান্নাত’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। আসছে ঈদে মুক্তি পাবে ছবিটি। বর্তমানে চলছে প্রচারণা। ‘জান্নাত’ ছবিটি নির্মাণের শুরু থেকেই বেশ আলোচনায় আছে। ছবিটি নিয়ে আশাবাদী পরিচালক।

ইতোমধ্যে ইউটিউবে প্রকাশ হয়েছে ছবির টিজার ও ট্রেইলার। যেখানে ছবির গল্পের কিছুটা ইঙ্গিত দেওয়া হয়েছে। এদিকে পরিচালক জানান, ছবিটি একেবারে মৌলিক গল্প ও আমাদের বাস্তবতা তুলে ধরা হয়েছে। এর গল্প লিখেছেন সুদীপ্ত সাঈদ খান।

২০১৩ সালে সাইমন-মাহির ‘পোড়ামন’ মুক্তি পেয়েছিল। বিগত এক দশকের মধ্যে এটি ছিল অন্যতম ব্যবসা সফল সিনেমা। দু’জনই জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করলেও এতদিন তাদের একসঙ্গে বড় পর্দায় দেখা যায়নি। তবে দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে দীর্ঘ পাঁচ বছর পর ঈদের প্রেক্ষাগৃহে আসছে এ জুটি।

মোস্তাফিজুর রহমান মানিক বলেন, প্রযোজক ও পরিবেশক সমিতি থেকে সিনেমাটি মুক্তির জন্য ২৭ এপ্রিল তারিখ নেওয়া হয়েছিল। কিন্তু আমার কাছে মনে হলো দুই ঈদের মাঝে সিনেমা মুক্তি দেওয়া ঠিক হবে না। তাই তারিখ পরিবর্তন করে ঈদুল আজহায় মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

চলচ্চিত্রপাড়ার আলোচনা, চলচ্চিত্রের দর্শক হলে ফেরাতে ভূমিকা রাখবে ‘জান্নাত’। ছবিটিতে আরও অভিনয় করেছেন আলীরাজ, মিশা সওদাগর, মারুফ প্রমুখ। এতে রয়েছে বেশ কিছু শ্রুতিমধুর গানও।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

‘জান্নাত’-এর মুক্তির ক্ষণ চূড়ান্ত

আপডেট টাইম : ০৬:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮

বাঙালী কণ্ঠ নিউজঃ মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত সাইমন-মাহি জুটির ‘জান্নাত’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। আসছে ঈদে মুক্তি পাবে ছবিটি। বর্তমানে চলছে প্রচারণা। ‘জান্নাত’ ছবিটি নির্মাণের শুরু থেকেই বেশ আলোচনায় আছে। ছবিটি নিয়ে আশাবাদী পরিচালক।

ইতোমধ্যে ইউটিউবে প্রকাশ হয়েছে ছবির টিজার ও ট্রেইলার। যেখানে ছবির গল্পের কিছুটা ইঙ্গিত দেওয়া হয়েছে। এদিকে পরিচালক জানান, ছবিটি একেবারে মৌলিক গল্প ও আমাদের বাস্তবতা তুলে ধরা হয়েছে। এর গল্প লিখেছেন সুদীপ্ত সাঈদ খান।

২০১৩ সালে সাইমন-মাহির ‘পোড়ামন’ মুক্তি পেয়েছিল। বিগত এক দশকের মধ্যে এটি ছিল অন্যতম ব্যবসা সফল সিনেমা। দু’জনই জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করলেও এতদিন তাদের একসঙ্গে বড় পর্দায় দেখা যায়নি। তবে দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে দীর্ঘ পাঁচ বছর পর ঈদের প্রেক্ষাগৃহে আসছে এ জুটি।

মোস্তাফিজুর রহমান মানিক বলেন, প্রযোজক ও পরিবেশক সমিতি থেকে সিনেমাটি মুক্তির জন্য ২৭ এপ্রিল তারিখ নেওয়া হয়েছিল। কিন্তু আমার কাছে মনে হলো দুই ঈদের মাঝে সিনেমা মুক্তি দেওয়া ঠিক হবে না। তাই তারিখ পরিবর্তন করে ঈদুল আজহায় মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

চলচ্চিত্রপাড়ার আলোচনা, চলচ্চিত্রের দর্শক হলে ফেরাতে ভূমিকা রাখবে ‘জান্নাত’। ছবিটিতে আরও অভিনয় করেছেন আলীরাজ, মিশা সওদাগর, মারুফ প্রমুখ। এতে রয়েছে বেশ কিছু শ্রুতিমধুর গানও।