ঢাকা , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বড় ভাই তো বিখ্যাত বটেই! যে খ্যাতি কি না তার দীর্ঘ পথ চলার ফসল! তবে বোনটিও যে কিছু কম যান না, সম্প্রতি প্রমাণিত হল তা!

 

সোনু নিগমের বোন টিশা নিগমের আত্মপ্রকাশের পর থেকেই তাকে ঘিরে উত্তাল সামাজি যোগাযোগ মাধ্যম। যে পথে ভাইয়ের খ্যাতি, বোনও হাঁটছেন সেই পথ ধরেই। নিজেকে পরিচিত করে তোলার জন্য তৈরি করেছেন এক মিউজিক ভিডিও। হুবহু সোনু নিগমের ঘরানা মেনেই এ ভিডিও।

 

আশির দশকে সোনু নিগমের হিট হওয়া একটার পর একটা মিউজিক ভিডিওর কথা ভুলে যাবার নয়। যে ভিডিওগুলোর বেশির ভাগেই গায়ককে দেখা যেত ভাঙা প্রেমের স্মৃতিচারণে? সঙ্গে দেখা যেত সুন্দরীদের সঙ্গে আলতো শরীরী প্রেম।

 

ওই একই থিমে নিজের মিউজিক ভিডিও সাজিয়েছেন টিশা। ‘কাটনা নাই’ গানে শোনা যাচ্ছে তার দক্ষ গাওয়া আর দেখা যাচ্ছে রক্তে ঢেউ তোলা রোমান্স-পর্ব। যে গানটি সোনু নিগমের অনুরোধে টিশার জন্য কম্পোজ করেছেন সাজ্জাদ আলি। সূত্র: সংবাদ প্রতিদিন
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

আপডেট টাইম : ০৪:২৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০১৬
বড় ভাই তো বিখ্যাত বটেই! যে খ্যাতি কি না তার দীর্ঘ পথ চলার ফসল! তবে বোনটিও যে কিছু কম যান না, সম্প্রতি প্রমাণিত হল তা!

 

সোনু নিগমের বোন টিশা নিগমের আত্মপ্রকাশের পর থেকেই তাকে ঘিরে উত্তাল সামাজি যোগাযোগ মাধ্যম। যে পথে ভাইয়ের খ্যাতি, বোনও হাঁটছেন সেই পথ ধরেই। নিজেকে পরিচিত করে তোলার জন্য তৈরি করেছেন এক মিউজিক ভিডিও। হুবহু সোনু নিগমের ঘরানা মেনেই এ ভিডিও।

 

আশির দশকে সোনু নিগমের হিট হওয়া একটার পর একটা মিউজিক ভিডিওর কথা ভুলে যাবার নয়। যে ভিডিওগুলোর বেশির ভাগেই গায়ককে দেখা যেত ভাঙা প্রেমের স্মৃতিচারণে? সঙ্গে দেখা যেত সুন্দরীদের সঙ্গে আলতো শরীরী প্রেম।

 

ওই একই থিমে নিজের মিউজিক ভিডিও সাজিয়েছেন টিশা। ‘কাটনা নাই’ গানে শোনা যাচ্ছে তার দক্ষ গাওয়া আর দেখা যাচ্ছে রক্তে ঢেউ তোলা রোমান্স-পর্ব। যে গানটি সোনু নিগমের অনুরোধে টিশার জন্য কম্পোজ করেছেন সাজ্জাদ আলি। সূত্র: সংবাদ প্রতিদিন