ঢাকা , শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

অনেক দিন পর ক্যামেরার সামনে

বছর দুয়েক আগেও হরহামেশাই ক্যামেরার সামনে দেখা যেত জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনাকে। তবে বেশ কিছুদিন ধরে সেটা অনেকটাই কমে গেছে। মনের মতো গল্প কিংবা চরিত্র না পেলে অভিনয় থেকে বিরতই থাকেন ভাবনা। গতকাল অনেকদিন পর আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন এ অভিনেত্রী। ‘শিউলি ফুল’ নামের একটি স্বল্পদৈর্ঘ্যের নাটকে অভিনয়ের মাধ্যমে ভাবনা আবার সরব হয়েছেন। এটি পরিচালনা করছেন ফয়সাল রাজীব। সম্প্রতি দীপ্ত টিভিতে শুরু হওয়া ‘দীপ্ত মিনি সিরিয়াল’র জন্য নাটকটি নির্মাণ হচ্ছে। স্বাধীনতা দিবস উপলক্ষে এটি দীপ্ত টিভিতে প্রচার হবে বলে জানিয়েছেন ভাবনা। এ প্রসঙ্গে তিনি বলেন, প্রায় এক মাস পর ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। ভালো কোনো গল্প বা চরিত্র না পেলে কাজ করি না এখন।  আমি আগেও তাই করতাম। সবসময় বেছে বেছে কাজ করে আসছি। এ স্বল্পদৈর্ঘ্যের নাটকটির গল্প খুবই চমৎকার। স্বাধীনতা দিবস উপলক্ষে নির্মাণ হচ্ছে। দীপ্ত টিভিতে প্রচার হবে। আশা করছি দর্শকদের ভালো লাগবে। সর্বশেষ অনিমেষ আইচের পরিচালনায় ‘বরষা’ স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রের জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন ভাবনা। এরপর বিরতি দিয়ে আবারো সরব হয়েছেন ফয়সাল রাজীবের ‘শিউলি ফুল’র জন্য। এদিকে ভাবনা অভিনীত ‘ভয়ঙ্কর সুন্দর’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যদিয়েই তার বড়পর্দায় অভিষেক হবে। অনিমেষ আইচের পরিচালনায় এ ছবিতে তার বিপরীতে আছেন কলকাতার অভিনেতা পরমব্রত। এ প্রসঙ্গে ভাবনা বলেন, কিছুদিন আগেই ‘ভয়ঙ্কর সুন্দর’ সেন্সর ছাড়পত্র পেয়েছে। সব ঠিক থাকলে একটি ভালো দিনক্ষণ দেখে এটি মুক্তি দেয়া হবে বলেই জেনেছি। আমি ছবিটি নিয়ে দারুণ আশাবাদী।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

অনেক দিন পর ক্যামেরার সামনে

আপডেট টাইম : ০৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭

বছর দুয়েক আগেও হরহামেশাই ক্যামেরার সামনে দেখা যেত জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনাকে। তবে বেশ কিছুদিন ধরে সেটা অনেকটাই কমে গেছে। মনের মতো গল্প কিংবা চরিত্র না পেলে অভিনয় থেকে বিরতই থাকেন ভাবনা। গতকাল অনেকদিন পর আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন এ অভিনেত্রী। ‘শিউলি ফুল’ নামের একটি স্বল্পদৈর্ঘ্যের নাটকে অভিনয়ের মাধ্যমে ভাবনা আবার সরব হয়েছেন। এটি পরিচালনা করছেন ফয়সাল রাজীব। সম্প্রতি দীপ্ত টিভিতে শুরু হওয়া ‘দীপ্ত মিনি সিরিয়াল’র জন্য নাটকটি নির্মাণ হচ্ছে। স্বাধীনতা দিবস উপলক্ষে এটি দীপ্ত টিভিতে প্রচার হবে বলে জানিয়েছেন ভাবনা। এ প্রসঙ্গে তিনি বলেন, প্রায় এক মাস পর ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। ভালো কোনো গল্প বা চরিত্র না পেলে কাজ করি না এখন।  আমি আগেও তাই করতাম। সবসময় বেছে বেছে কাজ করে আসছি। এ স্বল্পদৈর্ঘ্যের নাটকটির গল্প খুবই চমৎকার। স্বাধীনতা দিবস উপলক্ষে নির্মাণ হচ্ছে। দীপ্ত টিভিতে প্রচার হবে। আশা করছি দর্শকদের ভালো লাগবে। সর্বশেষ অনিমেষ আইচের পরিচালনায় ‘বরষা’ স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রের জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন ভাবনা। এরপর বিরতি দিয়ে আবারো সরব হয়েছেন ফয়সাল রাজীবের ‘শিউলি ফুল’র জন্য। এদিকে ভাবনা অভিনীত ‘ভয়ঙ্কর সুন্দর’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যদিয়েই তার বড়পর্দায় অভিষেক হবে। অনিমেষ আইচের পরিচালনায় এ ছবিতে তার বিপরীতে আছেন কলকাতার অভিনেতা পরমব্রত। এ প্রসঙ্গে ভাবনা বলেন, কিছুদিন আগেই ‘ভয়ঙ্কর সুন্দর’ সেন্সর ছাড়পত্র পেয়েছে। সব ঠিক থাকলে একটি ভালো দিনক্ষণ দেখে এটি মুক্তি দেয়া হবে বলেই জেনেছি। আমি ছবিটি নিয়ে দারুণ আশাবাদী।