ঢাকা , শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ২০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দুই যুগ পেরিয়ে মৌসুমীর রূপালী জীবন

বাংলা চলচ্চিত্রের প্রিয়দর্শিনী মৌসুমী। চলচ্চিত্রের পথ ধরে পাড়ি দিলেন ২৪ বছর। ১৯৯৩ সালে নির্মাতা সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে প্রয়াত নায়ক সালমান শাহর নায়িকা হয়ে রূপালি ভুবনে যাত্রা শুরু করেন। সেই বছরের ২৫ মার্চ মুক্তি পেয়েছিলো ছবিটি। আজ মৌসুমীর চলচ্চিত্র জীবনের দুই যুগ পূর্ণ হলো।

দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ারে মৌসুমীর জনপ্রিয়তা কোন সময় কমেনি। অন্যান্য অভিনেত্রীদের মতো বয়সের ভারে নুয়ে পড়া কিংবা রূপের মাধুর্য্য হারিয়ে সেকেলেও হয়ে যাননি মৌসুমী। দুই যুগ পেরিয়েও তিনি চিরসবুজ চিত্রনায়িকা। এজন্যই ঢাকাই ছবির বিংশ শতাব্দীর নায়িকাদের আদর্শ মৌসুমী।


তিন বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী প্রায় আশিটি ছবিতে অভিনয় করেছেন। এর মধ্যে অধিকাংশই দর্শকনন্দিত ও ব্যবসাসফল চলচ্চিত্র। শুধু একজন অভিনেত্রী হিসেবে নয়, আদর্শ ঘরণী হিসেবেও মৌসুমীর আলাদা সম্মান রয়েছে। চলচ্চিত্রের কাজের সামাল দিয়ে ভালোবাসার সংসারকেও আগলে রেখেছেন সযত্নে। স্বামী ওমর সানি এবং দুই সন্তান ফারদিন ও ফাইজাকে নিয়েই মৌসুমীর সংসার।

বাংলা চলচ্চিত্রে অসামান্য অবদান রাখা এই অভিনেত্রীর স্বামী অভিনেতা ওমর সানিও তাকে নিয়ে গর্ব করেন। তাই তো স্ত্রীর চলচ্চিত্র ক্যারিয়ারের ২৪ বছর পূর্তিতে নিজের ফেসবুকে একটি শুভেচ্ছা বার্তা দিয়েছেন তিনি।

17523246_1290494061019359_7529291712157136251_nওমর সানী লেখেন, আমি ধন্যবাদ দিতে চাই আমার শশুর-শাশুড়ি, পরিচালক সোহানুর রহমান সোহান, সুকুমার দাদা (এমপি), চলচ্চিত্র নির্মাতা মুশফিকুর রহমান গুলজার এবং সিরাজ ভাইকে। আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। প্রিয়দর্শিনী মহারানী মৌসুমীকে চলচ্চিত্রে আনার জন্য। চলচ্চিত্রে ২৪ বছর হলো তোমার মৌসুমী। আমি আরও কৃতজ্ঞ দর্শকদের কাছে। দোয়া করি হাজার বছর বেঁচে থাকো বাঙালির মানসপটে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

দুই যুগ পেরিয়ে মৌসুমীর রূপালী জীবন

আপডেট টাইম : ০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০১৭

বাংলা চলচ্চিত্রের প্রিয়দর্শিনী মৌসুমী। চলচ্চিত্রের পথ ধরে পাড়ি দিলেন ২৪ বছর। ১৯৯৩ সালে নির্মাতা সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে প্রয়াত নায়ক সালমান শাহর নায়িকা হয়ে রূপালি ভুবনে যাত্রা শুরু করেন। সেই বছরের ২৫ মার্চ মুক্তি পেয়েছিলো ছবিটি। আজ মৌসুমীর চলচ্চিত্র জীবনের দুই যুগ পূর্ণ হলো।

দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ারে মৌসুমীর জনপ্রিয়তা কোন সময় কমেনি। অন্যান্য অভিনেত্রীদের মতো বয়সের ভারে নুয়ে পড়া কিংবা রূপের মাধুর্য্য হারিয়ে সেকেলেও হয়ে যাননি মৌসুমী। দুই যুগ পেরিয়েও তিনি চিরসবুজ চিত্রনায়িকা। এজন্যই ঢাকাই ছবির বিংশ শতাব্দীর নায়িকাদের আদর্শ মৌসুমী।


তিন বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী প্রায় আশিটি ছবিতে অভিনয় করেছেন। এর মধ্যে অধিকাংশই দর্শকনন্দিত ও ব্যবসাসফল চলচ্চিত্র। শুধু একজন অভিনেত্রী হিসেবে নয়, আদর্শ ঘরণী হিসেবেও মৌসুমীর আলাদা সম্মান রয়েছে। চলচ্চিত্রের কাজের সামাল দিয়ে ভালোবাসার সংসারকেও আগলে রেখেছেন সযত্নে। স্বামী ওমর সানি এবং দুই সন্তান ফারদিন ও ফাইজাকে নিয়েই মৌসুমীর সংসার।

বাংলা চলচ্চিত্রে অসামান্য অবদান রাখা এই অভিনেত্রীর স্বামী অভিনেতা ওমর সানিও তাকে নিয়ে গর্ব করেন। তাই তো স্ত্রীর চলচ্চিত্র ক্যারিয়ারের ২৪ বছর পূর্তিতে নিজের ফেসবুকে একটি শুভেচ্ছা বার্তা দিয়েছেন তিনি।

17523246_1290494061019359_7529291712157136251_nওমর সানী লেখেন, আমি ধন্যবাদ দিতে চাই আমার শশুর-শাশুড়ি, পরিচালক সোহানুর রহমান সোহান, সুকুমার দাদা (এমপি), চলচ্চিত্র নির্মাতা মুশফিকুর রহমান গুলজার এবং সিরাজ ভাইকে। আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। প্রিয়দর্শিনী মহারানী মৌসুমীকে চলচ্চিত্রে আনার জন্য। চলচ্চিত্রে ২৪ বছর হলো তোমার মৌসুমী। আমি আরও কৃতজ্ঞ দর্শকদের কাছে। দোয়া করি হাজার বছর বেঁচে থাকো বাঙালির মানসপটে।