বাঙালী কণ্ঠ ডেস্কঃ
কুয়াশা মাখা আলপথে হেঁটেছি
শিশিরের আঁচল ছোঁয়ে
আলোছায়ার মাখামাখি দেখে
ভালোই ছিলাম ওদের সঙ্গে নিয়ে।
কলাপাতা হাত বাড়িয়ে ডাকতো
বণের পাখী বলতো এসো বসো
দূর্বা ঘাসের ফড়িং ছানা
গলা জড়িয়ে বলতো একটু হাসো।
মেটোপথ পেরিয়ে খোলা প্রান্তর
বৃত্তবন্দি আকাশের প্রান্ত ঠিকানা
ফসলি মাঠে মৌ মৌ সুভাস
স্বপ্ন এঁকে মেলে দিতো ডানা।
রাতের ঘুমন্ত আঁধারের ঠোঁট
নীরব গাঢ় ভৌতিক নিস্তব্দতা
নীল চাদর বিছিয়ে বসতে দিতো
বলতো আদরে ভরা কান কথা।
সময়ের পিছে সে সব স্বপ্ন আঁকি
সবুজ পাতার তারুণ্য সাজাই
গা ভর্তি ভালোবাসার উষ্ণতা দিয়ে
কুয়াশার জলে বাতাসের গান শোনাই।
লেখকঃ ড. গোলসান আরা বেগম কবি,কলামিষ্ট, সিনেট সদস্য