ঢাকা , মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

স্বপ্নের কি দোষ

ড. গোলসান আরা বেগম
বদলে গেছে স্বপ্নের পাসওয়ার্ড
প্রতারণা, লোভ, লালসার ধরন প্রক্ষাপট
আলাউদ্দিনের চেরাগ নয়,কাঠের কয়েন ছোঁয়ে
হাতকড়া পড়ে পাহাড়পতি স্বপ্নের নিকট।
চাঁদে হবে সুখের ঘর বাড়ী অমরাবতি জীবন
বদলে যাবে জীবন প্রনালী ফুর্তির ঢাক ঢোল
আকাশটা নেমে আসবে পায়ের তলায়
স্বপ্ন দেখতে কেন করবে ভুল এক চুল।
বারবার খোঁজে কোটিপতির আয়নায়
চাঁদের বুকে জীবনের হোল্ডিং নাম্বার
চোখে ঝাপসা দেখে আয়না মুছে
কাঠের কয়েনের কি দোষ।
হায়রে বেসামাল লোভের মানুষ
বুঝতে চায় না জীবনটা রংয়ের ফানুস
স্বপ্নের ঘুড়ি উড়ায় দৌড়ায়,হোছট খায়
বেহুষ মানুষ তুমিই বলো – স্বপ্নের কি দোষ।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

স্বপ্নের কি দোষ

আপডেট টাইম : ০৪:০১ পূর্বাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১
ড. গোলসান আরা বেগম
বদলে গেছে স্বপ্নের পাসওয়ার্ড
প্রতারণা, লোভ, লালসার ধরন প্রক্ষাপট
আলাউদ্দিনের চেরাগ নয়,কাঠের কয়েন ছোঁয়ে
হাতকড়া পড়ে পাহাড়পতি স্বপ্নের নিকট।
চাঁদে হবে সুখের ঘর বাড়ী অমরাবতি জীবন
বদলে যাবে জীবন প্রনালী ফুর্তির ঢাক ঢোল
আকাশটা নেমে আসবে পায়ের তলায়
স্বপ্ন দেখতে কেন করবে ভুল এক চুল।
বারবার খোঁজে কোটিপতির আয়নায়
চাঁদের বুকে জীবনের হোল্ডিং নাম্বার
চোখে ঝাপসা দেখে আয়না মুছে
কাঠের কয়েনের কি দোষ।
হায়রে বেসামাল লোভের মানুষ
বুঝতে চায় না জীবনটা রংয়ের ফানুস
স্বপ্নের ঘুড়ি উড়ায় দৌড়ায়,হোছট খায়
বেহুষ মানুষ তুমিই বলো – স্বপ্নের কি দোষ।