ড. গোলসান আরা বেগম
উপরে ওঠার সিঁড়ি পাবে বড় কর্তা থাকলে
তেল দাও, ফুল দাও জায়গা মত
স্তুস্তি বন্দনা,ওঠতে হুজুর বসতে হুজুর
ঘি ঢালো বড়কর্তার পায়ের গোড়ায় অবিরত।
বাজার করে দাও,প্রয়োজনে রান্না
বাসন কোষন মেঝে দাও
কর্তার মানি ব্যাগে টান পড়লে
বাড়তি কিছু গুজে দাও।
খুব সাবধানে ডানে বায়ে চলবে
ভাগ্যের পাতা ওল্টাতে হলে
চোখের ভাষা,আঙ্গুলের ইশারা
বুঝতে হবে ভাগ্য নির্মাতা কি বলে।
সোজাকে উল্টা,মিথ্যাকে সত্য
মেরুদন্ডহীন প্রাণীর মত
খ্যাতি পদবীর লোভে
তৈল মর্দন করবে,পারো যত।
চকচকে সোনা মুক্তা দানা পাবে
প্রত্যাশার অধিক।বটবৃক্ষ খুশী থাকলে
চোখ বুজে উপরে ওঠে যাবে
রাজটিকা যুক্ত হবে খ্যাতির কপালে।