আইয়ূব মাস্টারঃ
সময় মতো বৃষ্টি হলে
শস্য বাড়ে ফুলে ফলে।
বৃষ্টি হলো খোদার রহমত
জমি জমায় নামে বরকত।।
বৃষ্টি যদি হয় আগুনে
রাজা-রাণী যায় মাগনে।
মেঘ হলে ভাই পৌষে
ধান ক্ষেত ভরে তুষে।।
বৃষ্টি হলে মাঘের শেষ
ধন্য হবে মোদের দেশ।
মাঘে মেঘে দেখা হলে
মাঠে মাঠে সোনা দ্যোলে।।
নামলে বৃষ্টি আগুন ঝড়া ফাগুনে
চিনা কাউন বৃদ্ধি পায় দ্বিগুনে।
না আসিলে বৃষ্টি বাদল
নষ্ট হয় জমির ফসল।।
যদি আসে চৈতে বৃষ্টি
তবে হবে ধানের সৃষ্টি।
বৃষ্টির সাথে পড়লে শিলা
শুরু হয় ধ্বংশ লিলা।।
অতি বৃষ্টি নামলে দেশে
ফসলাধি সব যায় ভেসে।
ভারিবর্ষণে বর্ষা আসে
খালে বিলে মাছ নাচে।।