বাঙালী কণ্ঠ ডেস্কঃ কিশোরগঞ্জের হোসেনপুরে আবু হুরাইয়া (রা.) এতিমখানা, খাদিমুল ইসলাম এতিমখানা ও মদিনাতুল উলুম এতিমখানার এতিম ও অসহায় শিশুদের মাঝে ইফতারের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকালে উপজেলার আবু হুরাইয়া (রা.) এতিমখানা, খাদিমুল ইসলাম এতিমখানা ও মদিনাতুল উলুম এতিমখানা এই তিনটি এতিমখানায় মোট ৪০ হাজার টাকা বিতরণ করা হয়।
সূত্রে জানা যায়, নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি এতিম ও অসহায় শিশুদের ইফতারের জন্য এ অর্থ বরাদ্দ দেন।
তিনটি এতিমখানার প্রধানদের হাতে নগদ অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ।
এসময় হোসেনপুর পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মোবারিছ, উপজেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।