ছয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অনিয়ম-সহিংসতায় স্থগিত হওয়া ৩৪৬টি কেন্দ্রে জুলাই মাসের দ্বিতীয়ার্ধে ভোট করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। দেড় শতাধিক ইউপিতে এসব কেন্দ্র স্থগিত রয়েছে বলে শুক্রবার জানিয়েছেন ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব ফরহাদ আহাম্মদ খান।
তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো তথ্য অনুযায়ী স্থগিত কেন্দ্রের তালিকা চূড়ান্ত করা হয়েছে। চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্য পদের ওয়ার্ড চিহ্নিত করে পুনরায় ভোটের প্রস্তুতি নেয়া হচ্ছে। রমজানের মধ্যে পুনঃভোটের সম্ভাবনা ক্ষীণ। ঈদুল ফিতরের পরে পুনঃভোটের জন্য প্রস্তাব রাখা হবে। সব কিছু পর্যালোচনা করে ইসি স্থগিত কেন্দ্রে পুনঃভোটের জন্য সময় নির্ধারণ করবে।
ইসির তথ্য অনুযায়ী, প্রথম ধাপে ২২ মার্চ ৬৫টি, দ্বিতীয় ধাপে ৩১ মার্চ ৩৭টি, তৃতীয় ধাপে ২৩ এপ্রিল ২৬টি, চতুর্থ ধাপে ৭ মে ৫৩টি, পঞ্চম ধাপে ২৮ মে ১২৩টি ও শেষ ধাপে ৪ জুন অনুষ্ঠিত নির্বাচনে ৪২টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।