ঢাকা , বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শখ করে বার্বি হলেন মা-মেয়ে

ছোটবেলা থেকেই কেউ চায় বড় হয়ে সে ডাক্তার হবে। কেউ চায় শিক্ষক হতে। কেউ বা হতে চায় উকিল। কিন্তু, বড় হয়ে পুতুল হতে চায় ক’জন? সেই অবাস্তব ঘটনাই তো ঘটেছে বাস্তবে।

ছোটবেলা থেকেই বার্বি নিয়ে খেলতে ভালবাসতো মেয়েটি। মনে মনে ভাবত, আহা, তাঁর চেহারাও যদি এমনটা হত! কিন্তু, বড় হয়ে যে সত্যিই তিনি বার্বি হয়ে যাবেন তা আর কে ভেবেছিল?

প্রায় ৬০ লক্ষ টাকা খরচ করে এমন কাণ্ডই ঘটিয়েছেন আমেরিকা যুক্তরাষ্ট্রের বাসিন্দা কায়লা মোরিস ও তাঁর মা জিওরজিনা ক্লার্ক। মোরিস স্থানীয় একটি টিভি চ্যানেলের সঞ্চালিকা। মেয়েই ‘পুতুলযাত্রা’র পুরো টাকাটা বহন করেছে।

শুধু বোটক্স থেরাপি করে স্কিনের পরিবর্তনই নয়, তাঁরা লিপ পাউচ থেকে শুরু করে বুবস ইনক্রিস সবই করেছেন পুরোপুরি বার্বির মতো করেই। এর পাশাপাশি মেকওভারের পরে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও প্রচুর ছবি ও ভিডিও আপলোড করেছেন মোরিস ও ক্লার্ক।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শখ করে বার্বি হলেন মা-মেয়ে

আপডেট টাইম : ০৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০১৬

ছোটবেলা থেকেই কেউ চায় বড় হয়ে সে ডাক্তার হবে। কেউ চায় শিক্ষক হতে। কেউ বা হতে চায় উকিল। কিন্তু, বড় হয়ে পুতুল হতে চায় ক’জন? সেই অবাস্তব ঘটনাই তো ঘটেছে বাস্তবে।

ছোটবেলা থেকেই বার্বি নিয়ে খেলতে ভালবাসতো মেয়েটি। মনে মনে ভাবত, আহা, তাঁর চেহারাও যদি এমনটা হত! কিন্তু, বড় হয়ে যে সত্যিই তিনি বার্বি হয়ে যাবেন তা আর কে ভেবেছিল?

প্রায় ৬০ লক্ষ টাকা খরচ করে এমন কাণ্ডই ঘটিয়েছেন আমেরিকা যুক্তরাষ্ট্রের বাসিন্দা কায়লা মোরিস ও তাঁর মা জিওরজিনা ক্লার্ক। মোরিস স্থানীয় একটি টিভি চ্যানেলের সঞ্চালিকা। মেয়েই ‘পুতুলযাত্রা’র পুরো টাকাটা বহন করেছে।

শুধু বোটক্স থেরাপি করে স্কিনের পরিবর্তনই নয়, তাঁরা লিপ পাউচ থেকে শুরু করে বুবস ইনক্রিস সবই করেছেন পুরোপুরি বার্বির মতো করেই। এর পাশাপাশি মেকওভারের পরে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও প্রচুর ছবি ও ভিডিও আপলোড করেছেন মোরিস ও ক্লার্ক।