ঢাকা , বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

হে মুজিব মিশে আছো হৃদয়ে

তুমি মিশে আছো বাংলাদেশের প্রতিটি ধুলিকণায়।
অস্তিত্বে গেঁথে আছো বাংলাদেশের লাল সবুজের পতাকায়।
কিছু দুষ্কৃতিকারী বিপদগামী সামরিক অফিসার
সেই দিন তোমাকেসহ হত্যা করে স্বপরিবার।
বিদেশী প্রভুদের খুশী করতে তারা বেছে নেয় তোমাকে
মেরে ফেলতে রাতের গভীর অন্ধকারের নির্জনতাকে।

তখন ঘুমন্ত ছিল বাংলার সকল প্রাণী, মানব ছায়া।
জাগ্রত ছিল শুধু কিছু মানুষরূপী শয়তান, নরাধমের কায়া।
তারা পেরেছিল তোমার শরীরী রূপটাকে ধ্বংশ করতে
কিন্তু পেরেছে কী সবার মন থেকে তোমার নাম মুছতে?
মুজিব সে তো এক বিপ্লবের নাম
মুজিব সে তো এক চেতনার নাম
বাঙলা


আজো স্মরে তোমার প্রতিটি বিপ্লবী ভাষণে
বাঙলা আজো কাঁদে তোমাকে অকালে হারানোর কারণে।

আজো সেই শকুনিরা ঘুরে তোমার দেয়া বাঙলার মুক্ত আকাশে
দেশপ্রেমের দোহাই দিয়ে বারে বারে ক্ষমতায় বসে
ব্যাংক লুট করে, দুর্নীতি করে, অর্থ পাচার করে ভিন দেশে
এই সম্পদ কার? এই সম্পদ কার?
তুমি থাকলে হয়তো বলতে, এটা তো জনতার, এটা তো জনতার।
তুমি থাকলে তাদেরকে শূলে চড়াতে
দ্বিতীয় সোনার বাঙলার নাম লেখাতে
তাইতো ভয়ে তারা সেদিন হাতে নিল বেনেট গাণ
তোমাকে মেরে বাঙলাকে করলো আজব এক শ্বশান।

মুজিব মানে জাগ্রত জনতা
মুজিব মানে শয়তানের মনে ভীরুতা

জনতা সেদিন অশ্রু ফেলে চেয়ে রয়েছিল নির্বাক হয়ে
নতুন দেশ গড়ার শপথ নিয়েছিল তোমাকে হারিয়ে
জানতো তারা তুমি আসবে আবার এই বাঙলায়,
প্রতিটি প্রতিবাদী মিছিলে এবং
কুয়াশা ভেজা ভোরের শিশিরের শহিদ মিনারগামী
গণ মানুষের পদযাত্রায়।
বিশ্ববাসী আজ তাই বাঙলাকে চিনে তোমার বিপ্লবী চেতনার দামে
তারা শ্রদ্ধায় মাথা ঠুকায় রক্তস্রোত বয়ে যাওয়া পবিত্র বাংলাদেশের নামে,
তাই আমরা আজ হতে পেরেছি এক গর্বিত জাতি তোমার সৃষ্টিকর্মে,
তোমার আত্ম বলিদানে, তোমার দেশপ্রেমে।
কবি: মোঃ আতাউল করিম (দুবাই, সংযুক্ত আরব আমিরাত থেকে)

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

হে মুজিব মিশে আছো হৃদয়ে

আপডেট টাইম : ০৩:৩০ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০১৬

তুমি মিশে আছো বাংলাদেশের প্রতিটি ধুলিকণায়।
অস্তিত্বে গেঁথে আছো বাংলাদেশের লাল সবুজের পতাকায়।
কিছু দুষ্কৃতিকারী বিপদগামী সামরিক অফিসার
সেই দিন তোমাকেসহ হত্যা করে স্বপরিবার।
বিদেশী প্রভুদের খুশী করতে তারা বেছে নেয় তোমাকে
মেরে ফেলতে রাতের গভীর অন্ধকারের নির্জনতাকে।

তখন ঘুমন্ত ছিল বাংলার সকল প্রাণী, মানব ছায়া।
জাগ্রত ছিল শুধু কিছু মানুষরূপী শয়তান, নরাধমের কায়া।
তারা পেরেছিল তোমার শরীরী রূপটাকে ধ্বংশ করতে
কিন্তু পেরেছে কী সবার মন থেকে তোমার নাম মুছতে?
মুজিব সে তো এক বিপ্লবের নাম
মুজিব সে তো এক চেতনার নাম
বাঙলা


আজো স্মরে তোমার প্রতিটি বিপ্লবী ভাষণে
বাঙলা আজো কাঁদে তোমাকে অকালে হারানোর কারণে।

আজো সেই শকুনিরা ঘুরে তোমার দেয়া বাঙলার মুক্ত আকাশে
দেশপ্রেমের দোহাই দিয়ে বারে বারে ক্ষমতায় বসে
ব্যাংক লুট করে, দুর্নীতি করে, অর্থ পাচার করে ভিন দেশে
এই সম্পদ কার? এই সম্পদ কার?
তুমি থাকলে হয়তো বলতে, এটা তো জনতার, এটা তো জনতার।
তুমি থাকলে তাদেরকে শূলে চড়াতে
দ্বিতীয় সোনার বাঙলার নাম লেখাতে
তাইতো ভয়ে তারা সেদিন হাতে নিল বেনেট গাণ
তোমাকে মেরে বাঙলাকে করলো আজব এক শ্বশান।

মুজিব মানে জাগ্রত জনতা
মুজিব মানে শয়তানের মনে ভীরুতা

জনতা সেদিন অশ্রু ফেলে চেয়ে রয়েছিল নির্বাক হয়ে
নতুন দেশ গড়ার শপথ নিয়েছিল তোমাকে হারিয়ে
জানতো তারা তুমি আসবে আবার এই বাঙলায়,
প্রতিটি প্রতিবাদী মিছিলে এবং
কুয়াশা ভেজা ভোরের শিশিরের শহিদ মিনারগামী
গণ মানুষের পদযাত্রায়।
বিশ্ববাসী আজ তাই বাঙলাকে চিনে তোমার বিপ্লবী চেতনার দামে
তারা শ্রদ্ধায় মাথা ঠুকায় রক্তস্রোত বয়ে যাওয়া পবিত্র বাংলাদেশের নামে,
তাই আমরা আজ হতে পেরেছি এক গর্বিত জাতি তোমার সৃষ্টিকর্মে,
তোমার আত্ম বলিদানে, তোমার দেশপ্রেমে।
কবি: মোঃ আতাউল করিম (দুবাই, সংযুক্ত আরব আমিরাত থেকে)