ঢাকা , বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ভালবাসা, বন্ধুত্ব সুখ নয়, কষ্ট দেয় শুধু কষ্ট

ঘর ভাঙ্গে যারা, গড়তে  পারে কি ?
ভাঙ্গনের খেলা, খেলে যারা ,ঘরের স্বাদ বুঝবে কি ?

দুরে থেকে আদর দেখায় কত জনা, কাছে থাকলে বুঝা যায় ,
আসল নকলের ঠিকানা!
সুখে দুঃখে পাশাপাশি, কখনো কান্না কখনো হাসি
হাড়ি পাতিলের টুন্ টুন্, কত জনের কত মন

সংগঠন, দল, একান্ন বর্তী পরিবারে আছে বিভীষণ!

 

কে টানে করে বুকে, প্রতিষ্ঠা, প্রভাব, প্রতিপত্তি

কারে ছেড়ে কে উঠে উপরে!

বেশ্যালয়ে বিক্রি সততা, কাব্য, কবিতার  সার্টিফিকেট  !
বিনা শর্তে অর্থের যোগানে, বিনা প্রত্যাশায়

সংসার,


প্রেম, ভালবাসা, পৃথিবীতে মহানুভব

নচেৎ, নাম্বার ওয়ান বদ !
ভাঙ্গনের খেলা খেলে যারা, ঘরের স্বাদ বুঝবে কি ?

দুরে থেকে আদর দেখায় কত জনা ,

কাছে থাকলে বুঝা যায়, আসল নকলের ঠিকানা !
ভালোবেসে সন্মান দিয়ে মাথার তাজ বানাবে যারে

সে সামনে থেকে নয়, পিছন থেকে গুলি মারে

লজ্জায় আসে  না সম্মুখে, পশ্চাতে

আগুন দেয় সাজানো গোছানো সংসারে !
খাল কেটে কুমীর এনেছি যতবার  পুকুরে

সেই কুমীরেই খেয়েছে রক্ত মাংস হাড় চিবিয়ে

ভালোবেসে সয়েছি যত যাতনা নীরবে

কষ্ট দিয়েছে আমায় তারা উজাড় করে !
উপকার না করিলেও অপকার চাইনি কারো

দুর্জনের মনে কি আছে বুঝিনিতো আজো

মনের ঘরের তালার চাবি দিয়েছিলাম  বিশ্বাস করে

নিয়ে গেলো সুখের পাপড়ি গুলো কষ্টের মৃত ফুল রেখে

গোপন যা ছিলো বলে দিয়েছি আপন ভেবে,

সেই গোপনের  প্রতিটি শব্দে আজ মৃত্যু বীন বাজে।

ভালবাসা, বন্ধুত্ব সুখ নয়, কষ্ট দেয় শুধু কষ্ট!

সাবধান !

ভুল আমি করেছি তুমি করো  নাকো !

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ভালবাসা, বন্ধুত্ব সুখ নয়, কষ্ট দেয় শুধু কষ্ট

আপডেট টাইম : ০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০১৬

ঘর ভাঙ্গে যারা, গড়তে  পারে কি ?
ভাঙ্গনের খেলা, খেলে যারা ,ঘরের স্বাদ বুঝবে কি ?

দুরে থেকে আদর দেখায় কত জনা, কাছে থাকলে বুঝা যায় ,
আসল নকলের ঠিকানা!
সুখে দুঃখে পাশাপাশি, কখনো কান্না কখনো হাসি
হাড়ি পাতিলের টুন্ টুন্, কত জনের কত মন

সংগঠন, দল, একান্ন বর্তী পরিবারে আছে বিভীষণ!

 

কে টানে করে বুকে, প্রতিষ্ঠা, প্রভাব, প্রতিপত্তি

কারে ছেড়ে কে উঠে উপরে!

বেশ্যালয়ে বিক্রি সততা, কাব্য, কবিতার  সার্টিফিকেট  !
বিনা শর্তে অর্থের যোগানে, বিনা প্রত্যাশায়

সংসার,


প্রেম, ভালবাসা, পৃথিবীতে মহানুভব

নচেৎ, নাম্বার ওয়ান বদ !
ভাঙ্গনের খেলা খেলে যারা, ঘরের স্বাদ বুঝবে কি ?

দুরে থেকে আদর দেখায় কত জনা ,

কাছে থাকলে বুঝা যায়, আসল নকলের ঠিকানা !
ভালোবেসে সন্মান দিয়ে মাথার তাজ বানাবে যারে

সে সামনে থেকে নয়, পিছন থেকে গুলি মারে

লজ্জায় আসে  না সম্মুখে, পশ্চাতে

আগুন দেয় সাজানো গোছানো সংসারে !
খাল কেটে কুমীর এনেছি যতবার  পুকুরে

সেই কুমীরেই খেয়েছে রক্ত মাংস হাড় চিবিয়ে

ভালোবেসে সয়েছি যত যাতনা নীরবে

কষ্ট দিয়েছে আমায় তারা উজাড় করে !
উপকার না করিলেও অপকার চাইনি কারো

দুর্জনের মনে কি আছে বুঝিনিতো আজো

মনের ঘরের তালার চাবি দিয়েছিলাম  বিশ্বাস করে

নিয়ে গেলো সুখের পাপড়ি গুলো কষ্টের মৃত ফুল রেখে

গোপন যা ছিলো বলে দিয়েছি আপন ভেবে,

সেই গোপনের  প্রতিটি শব্দে আজ মৃত্যু বীন বাজে।

ভালবাসা, বন্ধুত্ব সুখ নয়, কষ্ট দেয় শুধু কষ্ট!

সাবধান !

ভুল আমি করেছি তুমি করো  নাকো !