ঢাকা , বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মন্ত্রিত্ব থেকে কামরুল-মোজ্জা‌মেল হ‌কের পদত্যাগ দা‌বি মওদুদের

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মু‌ক্তি‌যুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজ্জা‌মেল হ‌কের পদত্যাগ দা‌বি ক‌রে‌ছে বিএন‌পি।

বিএন‌পি স্থায়ী ক‌মি‌টির সদস্য ব্যা‌রিস্টার মওদুদ আহমদ ‌সোমবার বি‌কে‌লে নয়াপল্ট‌নে


বিএন‌পির কেন্দ্রীয় কার্যাল‌য়ে সংবাদ স‌ম্মেল‌নে এ দা‌বি ক‌রেন।

মওদুদ আহমদ ব‌লেন, এই দুই মন্ত্রী শপথ ভঙ্গ ক‌রেছেন।  তাই তাদের এ প‌দে থাকার কোনো অ‌ধিকার নেই।

সংবাদ স‌ম্মেল‌নে উপ‌স্থিত ছি‌লেন বিএন‌পির যুগ্ম মহাস‌চিব ব্যা‌রিস্টার মাহবুব উ‌দ্দিন খোকন, আইনবিষয়ক সম্পাদক ব্যা‌রিস্টার কায়সার কামাল, আন্তর্জা‌তিক বিষয়ক সম্পাদক অ্যাড‌ভো‌কেট মাসুদ আহ‌মেদ তালুকদার প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

মন্ত্রিত্ব থেকে কামরুল-মোজ্জা‌মেল হ‌কের পদত্যাগ দা‌বি মওদুদের

আপডেট টাইম : ০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০১৬

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মু‌ক্তি‌যুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজ্জা‌মেল হ‌কের পদত্যাগ দা‌বি ক‌রে‌ছে বিএন‌পি।

বিএন‌পি স্থায়ী ক‌মি‌টির সদস্য ব্যা‌রিস্টার মওদুদ আহমদ ‌সোমবার বি‌কে‌লে নয়াপল্ট‌নে


বিএন‌পির কেন্দ্রীয় কার্যাল‌য়ে সংবাদ স‌ম্মেল‌নে এ দা‌বি ক‌রেন।

মওদুদ আহমদ ব‌লেন, এই দুই মন্ত্রী শপথ ভঙ্গ ক‌রেছেন।  তাই তাদের এ প‌দে থাকার কোনো অ‌ধিকার নেই।

সংবাদ স‌ম্মেল‌নে উপ‌স্থিত ছি‌লেন বিএন‌পির যুগ্ম মহাস‌চিব ব্যা‌রিস্টার মাহবুব উ‌দ্দিন খোকন, আইনবিষয়ক সম্পাদক ব্যা‌রিস্টার কায়সার কামাল, আন্তর্জা‌তিক বিষয়ক সম্পাদক অ্যাড‌ভো‌কেট মাসুদ আহ‌মেদ তালুকদার প্রমুখ।