ঢাকা , বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

‘ছাগল গাছ’-এ পাখির থেকে ছাগল থাকে বেশি। কেন

‘গল্পের গরু গাছে ওঠে’। বা ‘ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না’। এমন সব বাংলা প্রবাদ এত দিন শুনে এসেছেন। কিন্তু কোনও দিন কি শুনেছেন ছাগল গাছে ওঠে? না, কোনও ঠেলায় পড়ে নয়। এমন কী গল্পও নয়। বা কাকতালীয় ঘটনাও নয়।

বাস্তবে প্রতিদিনই এমন অদ্ভুত দৃশ্য


দেখতে পাবেন মরক্কোতে। সেখানে একটি বিশেষ গাছে উঠে পাল পাল ছাগল। সেই গাছগুলি যত বড়ই হোক না কেন ছাগলের পাল হুড়মুড়িয়ে উঠে পড়ে তাতে। চার পায়ে ব্যালেন্স করে এ ডাল থেকে ও ডালে অনায়াসে যে ভাবে যায়, দেখে সত্যি অবাক হতে হয়। এখন হয়ত ভাবছেন কী এমন গাছ যার ডালে ডালে ছাগল চড়ে বেড়ায়। দক্ষিণ-পশ্চিম মরক্কোয় আরগান নামে এক রকম গাছ দেখতে পাওয়া যায়। সারা গায়ে কাঁটাযুক্ত এই গাছের ফল রসাল ও সুস্বাদু। সেই ফলের লোভেই ছাগলেরা গাছে উঠে যায়। এক নজরে জেনে নিন ‘ছাগল গাছ’ নিয়ে আরও কিছু মজার তথ্য।-আনন্দবাজার

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

‘ছাগল গাছ’-এ পাখির থেকে ছাগল থাকে বেশি। কেন

আপডেট টাইম : ০৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০১৬

‘গল্পের গরু গাছে ওঠে’। বা ‘ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না’। এমন সব বাংলা প্রবাদ এত দিন শুনে এসেছেন। কিন্তু কোনও দিন কি শুনেছেন ছাগল গাছে ওঠে? না, কোনও ঠেলায় পড়ে নয়। এমন কী গল্পও নয়। বা কাকতালীয় ঘটনাও নয়।

বাস্তবে প্রতিদিনই এমন অদ্ভুত দৃশ্য


দেখতে পাবেন মরক্কোতে। সেখানে একটি বিশেষ গাছে উঠে পাল পাল ছাগল। সেই গাছগুলি যত বড়ই হোক না কেন ছাগলের পাল হুড়মুড়িয়ে উঠে পড়ে তাতে। চার পায়ে ব্যালেন্স করে এ ডাল থেকে ও ডালে অনায়াসে যে ভাবে যায়, দেখে সত্যি অবাক হতে হয়। এখন হয়ত ভাবছেন কী এমন গাছ যার ডালে ডালে ছাগল চড়ে বেড়ায়। দক্ষিণ-পশ্চিম মরক্কোয় আরগান নামে এক রকম গাছ দেখতে পাওয়া যায়। সারা গায়ে কাঁটাযুক্ত এই গাছের ফল রসাল ও সুস্বাদু। সেই ফলের লোভেই ছাগলেরা গাছে উঠে যায়। এক নজরে জেনে নিন ‘ছাগল গাছ’ নিয়ে আরও কিছু মজার তথ্য।-আনন্দবাজার