ঢাকা , বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

ব্যাংক থেকে ২ লাখ টাকার বেশি তোলা যাবে না

নিরাপত্তার স্বার্থে আজ রবিবার থেকে গ্রাহকরা ব্যাংক থেকে ২ লাখের বেশি নগদ টাকা উত্তোলন করতে পারবেন না। এ সিদ্ধান্ত শুধু চলতি সপ্তাহের জন্য প্রযোজ্য হবে। একই সঙ্গে কোনো লেনদেন সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিক কেন্দ্রীয় ব্যাংকে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক গতকাল রাতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) এক জরুরি বার্তায় এ নির্দেশনা দিয়েছে। তবে একজন গ্রাহক যেকোনো পরিমাণ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন বলে নির্দেশনায় জানানো হয়েছে।

জানা গেছে, সরকার পরিবর্তনের পর নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায়। বিশেষ করে আওয়ামীপন্থি রাজনীতিবিদ ও ব্যবসায়ী পরিবার থেকে নগদ টাকা উত্তোলনের চাপ দেখা যায়। এসব অর্থ যাতে কোনোভাবেই সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সে জন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিরুৎসাহিত করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।

এর ধারাবাহিকতায় গত রাতে এ সিদ্ধান্ত জানায় বাংলাদেশ ব্যাংক।

উল্লেখ্য, ইসলামী ব্যাংক ৮৪৮ কোটি টাকার বেনামি ঋণের চেক ফেরত দিয়েছে ব্যাংকটির প্রধান কার্যালয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ব্যাংক থেকে ২ লাখ টাকার বেশি তোলা যাবে না

আপডেট টাইম : ০৪:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪

নিরাপত্তার স্বার্থে আজ রবিবার থেকে গ্রাহকরা ব্যাংক থেকে ২ লাখের বেশি নগদ টাকা উত্তোলন করতে পারবেন না। এ সিদ্ধান্ত শুধু চলতি সপ্তাহের জন্য প্রযোজ্য হবে। একই সঙ্গে কোনো লেনদেন সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিক কেন্দ্রীয় ব্যাংকে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক গতকাল রাতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) এক জরুরি বার্তায় এ নির্দেশনা দিয়েছে। তবে একজন গ্রাহক যেকোনো পরিমাণ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন বলে নির্দেশনায় জানানো হয়েছে।

জানা গেছে, সরকার পরিবর্তনের পর নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায়। বিশেষ করে আওয়ামীপন্থি রাজনীতিবিদ ও ব্যবসায়ী পরিবার থেকে নগদ টাকা উত্তোলনের চাপ দেখা যায়। এসব অর্থ যাতে কোনোভাবেই সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সে জন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিরুৎসাহিত করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।

এর ধারাবাহিকতায় গত রাতে এ সিদ্ধান্ত জানায় বাংলাদেশ ব্যাংক।

উল্লেখ্য, ইসলামী ব্যাংক ৮৪৮ কোটি টাকার বেনামি ঋণের চেক ফেরত দিয়েছে ব্যাংকটির প্রধান কার্যালয়।