প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কেন্দ্রীয় ব্যাংকের ইস্যু করা নতুন দুইটি ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়েছে। নতুন বন্ডটির নাম হলো- ‘‘20Y GBTB 28/07/2044’’ ও “2Y BGTB 07/08/2026”।
রোববার (৮ সেপ্টেম্বর) থেকে ডিএসইতে ট্রেজারি বন্ডটির লেনদেন শুরু হয়েছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ‘‘20Y GBTB 28/07/2044’’ নামের বন্ডটির মেয়াদকাল ২০ বছর। ডিএসইতে বন্ডটির লেনদেন কোড- ‘TB20Y0744’ এবং স্ক্রিপ্ট কোড- ‘88520’। ‘এ’ ক্যাটাগরিতে ডিএসই’র ডেবট বোর্ডের অনুমতি সাপেক্ষে বন্ডটির মেয়াদ আগামী ২০৪৪ সালের ২৮ জুলাই শেষ হবে। বন্ডটির প্রতি ইউনিটের মূল্য ১০৩.৭৬২৯ টাকা এবং অভিহিত মূল্য ১০০ টাকা। বন্ডের মার্কেট লট ১০০০টি করে। এই বন্ড ১২.৭৫ শতাংশ হারে বছরে দুইবার কুপন প্রদান করবে।
এদিকে “2Y BGTB 07/08/2026”নামের বন্ডটির মেয়াদকাল ২ বছর। ডিএসইতে বন্ডটির লেনদেন কোড- ‘TB2Y08264’ এবং স্ক্রিপ্ট কোড- ‘88521’। ‘এ’ ক্যাটাগরিতে ডিএসই’র ডেবট বোর্ডের অনুমতি সাপেক্ষে বন্ডটির মেয়াদ আগামী ২০২৬ সালের ৭ আগস্ট শেষ হবে। বন্ডটির প্রতি ইউনিটের মূল্য ৯৯.৯৭৭৪ টাকা এবং অভিহিত মূল্য ১০০ টাকা। বন্ডের মার্কেট লট ১০০০টি করে। এই বন্ড ১২.২৫ শতাংশ হারে বছরে দুইবার কুপন প্রদান করবে।