ঢাকা , শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রমজানে সরবরাহে এক কোটি ৯০ লাখ লিটার সয়াবিন তেল ক্রয়ের উদ্যোগ

আগামী পবিত্র রমজানে ভোজ্য তেলের সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট অপতৎপরতা বন্ধের উদ্যোগ হিসেবে স্থানীয় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এককোটি ৯০ লাখ লিটার সয়াবিন তেল সংগ্রহের উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এতে মোট ব্যয় হবে ১৮৯ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা।

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর ২০২৪-২৫ অর্থবছরে বার্ষিক ক্রয় পরিকল্পনায় ২৮ কোটি লিটার ভোজ্য তেল ক্রয়ের লক্ষ্যমাত্রা রয়েছে। এ পর্যন্ত ক্রয় চুক্তি হয়েছে ৭,০১,৯০,০০০ লিটার, ইস্যুকৃত এনওএ-এর পরিমান ৫৫,০০,০০০ লিটার এবং স্থানীয়ভাবে ১,১০,০০,০০০ লিটার সাবিন তেল ক্রয়ের প্রস্তাব করা হয়েছে। যা সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।

বাণিজ্য মন্ত্রণালয় জানায়, মোট চাহিদার প্রেক্ষিতে সমগ্র বাংলাদেশে (সিটি করপোরেশন ও পৌরসভাসহ) টিসিবি’র ফ্যামিলি কার্ডধারী প্রায় এক কোটি নিম্নআয়ের পরিবারের মাঝে প্রতি মাসে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রির লক্ষ্যে টিসিবি কর্তৃক স্থানীয়ভাবে ২,২০,০০,০০০ লিটার সয়াবিন তেল ক্রয় করার সিদ্ধান্ত  নিয়েছে।

উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে স্থানীয় ক্রয়ের ক্ষেত্রে পণ্য সরবরাহ, কার্যসম্পাদন বা ভৌত সেবার জন্য বিজ্ঞাপন পত্রিকায় প্রকাশের তারিখ থেকে দরপত্র প্রণয়ন ও দাখিলের জন্য ন্যূনতম ২৮ দিন সময় ধার্য থাকলেও পিপিআর-২০০৮ এর বিধি ৬১ (৫) অনুযায়ী অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির গত ৪ জুন তারিখের সভায় টিসিবির জন্য স্থানীয় দরপত্র আহ্বানের ক্ষেত্রে দরপত্র প্রণয়ন ও দাখিলের সময়সীমা ২৮ দিনের পরিবর্তে ১৪ দিন করার সিদ্ধান্ত গৃহীত হয়। স্থানীয়ভাবে ২,২০,০০,০০০ লিটার সয়াবিন তেল ক্রয়ের জনা পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮ অনুসরণপূর্বক গত ২৫ নভেম্বর তারিখে উন্মুক্ত দরপত্র (জাতীয়) আহ্বান করা হয়। আলোচ্য দরপত্রের বিপরীতে আংশিক অর্থাৎ সর্বনিম্ন ৫৫,০০,০০০ লিটার এর প্রস্তাব দাখিলের সুযোগ রাখা হয়।

দরপত্র উন্মুক্তকরণ কমিটি কর্তৃক গত ৯ ডিসেম্বর তারিখে দরপত্র উন্মুক্ত করা হলে একটি দরপত্র পাওয়া যায়। স্থানীয় প্রতিষ্ঠান সুপার অয়েল রিফাইনারি লিমিটেড ২ লিটার পেট বোতলে ১,১০,০০.০০০ লিটার সয়াবিন তেলের প্রতি লিটারের দাম ১৭১.৯৫ টাকা উল্লেখ করে। প্রতি লিটার সয়াবিন তেলের প্রাক্কলিত দাপ্তরিক দাম ১৭২.৫৫ টাকা।

দরপত্র মূল্যায়ন কমিটির সভা গত ১০ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত হয়। মূল্যায়ন কমিটি প্রাপ্ত একটি দরপত্র, তুলনামূলক বিবরণী এবং সংযুক্ত দাখিলকৃত কাগজ পর্যালোচনা করেন। পর্যালোচনা শেষে দেখা যায়, দরদাতা প্রতিষ্ঠান মোট পরিমাণের বিপরীতে আংশিক অর্থাৎ ১,১০,০০,০০০ লিটার সয়াবিন তেলের দরপ্রস্তাব দাখিল করেছে। দাখিলকৃত দরপত্রটি রেসপনসিভ হিসেবে বিবেচিত হয়। দরপত্র মূল্যায়ণ কমিটি প্রাপ্ত প্রস্তাবিত দরের বিষয়ে আলোচনা করেন। আলোচনা শেষে, পিপিআর ২০০৮ এর বিধি ৯৯ (অ) (আ) অনুযায়ী রেসপনসিভ দরদাতা সুপার অয়েল রিফাইনারি লিমিটড-এর দরপত্রে প্রস্তাবিত ১,১০,০০,০০০ লিটার সয়াবিন তেল এর সঙ্গে প্রতি লিটার ১৭১.৯৫ টাকা দরে অবশিষ্ট ১,১০,০০,০০০ লিটারসহ সম্পূর্ণ পরিমাণ অর্থাৎ ২,২০,০০,০০০ লিটার সয়াবিন তেল সরবরাহ করার জন্য সম্মতি চাওয়া হলে প্রতিষ্ঠানটি অবশিষ্ট পরিমান সয়াবিন তেল সরবরাহে অপারগতা প্রকাশ করে। দরপত্র মূল্যায়ন কমিটি কর্তৃক রেসপনসিভ দরদাতার কাছ থেকে দরপত্রে প্রস্তাবিত ১,১০,০০,০০০ লিটার সয়াবিন তেল ২ লিটার পেট বোতলে প্রতি লিটার অগ্রিম আয়কর, প্রযোজ্য মুসক ও টিসিবি’র গুদামসমূহে পরিবহন খরচসহ ১৭১.২৫ টাকা দরে সর্বমোট (১,১০,০০,০০০x১৭৫,৯৫)= ১৮৯,১৪,৫০,০০০ টাকা মূল্যে ক্রয়ের সুপারিশ করা হয়।

এতে দেখা যায়, ক) রেসপনসিভ দরদাতা কর্তৃক প্রস্তাবিত প্রতি লিটার সয়াবিন তেলের দর দাপ্তরিক প্রাক্কলিত দরের চেয়ে (১৭২.৫৫- ১৭১.৯৫) = ০.৬০ টাকা কম। খ) রেসপনসিভ দরদাতার প্রস্তাবিত দর প্রতি লিটার অগ্রিম আয়কর, প্রযোজ্য মূসক ও টিসিবি’র গুদামসমূহে পরিবহনসহ ১৭১.৯৫ টাকা থেকে ১% অগ্রিম আয়কর বাবদ ১.৭২ ঢাকা ও পরিবহন খরচ বাবদ ২.০০ টাকা বাদ দিয়ে প্রকৃত মূল্য দাঁড়ায় (১৭১.৯৫-১.৭২-২.০০)= ১৬৮,২৩ টাকা।

সর্বশেষ গত ২ ডিসেম্বর তারিখে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ২ লিটার পেট বোতলে প্রতি লিটার সয়াবিন তেল ১৭২.২৫ টাকা দরে ক্রয় সম্পন্ন হয়েছে। যা থেকে আলোচ্য দর প্রতি লিটারে (১৭২.২৫-১৭১.৯৫) ০.৩০ টাকা কম। বর্তমানে সয়াবিন তেলের বাজার মূল্য ঊর্ধ্বমুখী। উক্ত সয়াবিন তেল জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে গ্রহণ করা হবে এবং টিসিবি’র বিক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে উক্ত সময়ে মজুদ বিবেচনায় ভোজ্য তেলের প্রয়োজনীয়তা থাকায় দরপত্র মূল্যায়ণ কমিটি এই সয়াবিন তেল ক্রয়ে একমত পোষণ করে।

এ অবস্থায়, দরপত্র মূল্যায়ন কমিটি এবং টিসিবির পরিচালনা পর্ষদ কর্তৃক সর্বসম্মতিক্রমে সুপারিশকৃত রেসপনসিভ দরদাতা সুপার অয়েল রিফাইনারি লিমিটেড-এর কাছ থেকে দরপত্রে প্রস্তাবিত ১,১০,০০,০০০ লিটার সয়াবিন তেল ২ লিটার পেট বোতলে প্রতি লিটার টিসিবি’র গুদামসমূহে পরিবহন খরচসহ ১৭৬.৯৫ টাকা দরে সর্বমোট (১,১০,০০,০০০x ১৭১.৯৫) = ১৮৯,১৪,৫০,০০০ টাকা মূল্যে ক্রয় প্রস্তাব সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির অনুমোদনের জন্য কমিটির পরবর্তী সভায় উপস্থাপন করা হবে বলে সূত্র জানিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

রমজানে সরবরাহে এক কোটি ৯০ লাখ লিটার সয়াবিন তেল ক্রয়ের উদ্যোগ

আপডেট টাইম : ০৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪

আগামী পবিত্র রমজানে ভোজ্য তেলের সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট অপতৎপরতা বন্ধের উদ্যোগ হিসেবে স্থানীয় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এককোটি ৯০ লাখ লিটার সয়াবিন তেল সংগ্রহের উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এতে মোট ব্যয় হবে ১৮৯ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা।

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর ২০২৪-২৫ অর্থবছরে বার্ষিক ক্রয় পরিকল্পনায় ২৮ কোটি লিটার ভোজ্য তেল ক্রয়ের লক্ষ্যমাত্রা রয়েছে। এ পর্যন্ত ক্রয় চুক্তি হয়েছে ৭,০১,৯০,০০০ লিটার, ইস্যুকৃত এনওএ-এর পরিমান ৫৫,০০,০০০ লিটার এবং স্থানীয়ভাবে ১,১০,০০,০০০ লিটার সাবিন তেল ক্রয়ের প্রস্তাব করা হয়েছে। যা সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।

বাণিজ্য মন্ত্রণালয় জানায়, মোট চাহিদার প্রেক্ষিতে সমগ্র বাংলাদেশে (সিটি করপোরেশন ও পৌরসভাসহ) টিসিবি’র ফ্যামিলি কার্ডধারী প্রায় এক কোটি নিম্নআয়ের পরিবারের মাঝে প্রতি মাসে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রির লক্ষ্যে টিসিবি কর্তৃক স্থানীয়ভাবে ২,২০,০০,০০০ লিটার সয়াবিন তেল ক্রয় করার সিদ্ধান্ত  নিয়েছে।

উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে স্থানীয় ক্রয়ের ক্ষেত্রে পণ্য সরবরাহ, কার্যসম্পাদন বা ভৌত সেবার জন্য বিজ্ঞাপন পত্রিকায় প্রকাশের তারিখ থেকে দরপত্র প্রণয়ন ও দাখিলের জন্য ন্যূনতম ২৮ দিন সময় ধার্য থাকলেও পিপিআর-২০০৮ এর বিধি ৬১ (৫) অনুযায়ী অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির গত ৪ জুন তারিখের সভায় টিসিবির জন্য স্থানীয় দরপত্র আহ্বানের ক্ষেত্রে দরপত্র প্রণয়ন ও দাখিলের সময়সীমা ২৮ দিনের পরিবর্তে ১৪ দিন করার সিদ্ধান্ত গৃহীত হয়। স্থানীয়ভাবে ২,২০,০০,০০০ লিটার সয়াবিন তেল ক্রয়ের জনা পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮ অনুসরণপূর্বক গত ২৫ নভেম্বর তারিখে উন্মুক্ত দরপত্র (জাতীয়) আহ্বান করা হয়। আলোচ্য দরপত্রের বিপরীতে আংশিক অর্থাৎ সর্বনিম্ন ৫৫,০০,০০০ লিটার এর প্রস্তাব দাখিলের সুযোগ রাখা হয়।

দরপত্র উন্মুক্তকরণ কমিটি কর্তৃক গত ৯ ডিসেম্বর তারিখে দরপত্র উন্মুক্ত করা হলে একটি দরপত্র পাওয়া যায়। স্থানীয় প্রতিষ্ঠান সুপার অয়েল রিফাইনারি লিমিটেড ২ লিটার পেট বোতলে ১,১০,০০.০০০ লিটার সয়াবিন তেলের প্রতি লিটারের দাম ১৭১.৯৫ টাকা উল্লেখ করে। প্রতি লিটার সয়াবিন তেলের প্রাক্কলিত দাপ্তরিক দাম ১৭২.৫৫ টাকা।

দরপত্র মূল্যায়ন কমিটির সভা গত ১০ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত হয়। মূল্যায়ন কমিটি প্রাপ্ত একটি দরপত্র, তুলনামূলক বিবরণী এবং সংযুক্ত দাখিলকৃত কাগজ পর্যালোচনা করেন। পর্যালোচনা শেষে দেখা যায়, দরদাতা প্রতিষ্ঠান মোট পরিমাণের বিপরীতে আংশিক অর্থাৎ ১,১০,০০,০০০ লিটার সয়াবিন তেলের দরপ্রস্তাব দাখিল করেছে। দাখিলকৃত দরপত্রটি রেসপনসিভ হিসেবে বিবেচিত হয়। দরপত্র মূল্যায়ণ কমিটি প্রাপ্ত প্রস্তাবিত দরের বিষয়ে আলোচনা করেন। আলোচনা শেষে, পিপিআর ২০০৮ এর বিধি ৯৯ (অ) (আ) অনুযায়ী রেসপনসিভ দরদাতা সুপার অয়েল রিফাইনারি লিমিটড-এর দরপত্রে প্রস্তাবিত ১,১০,০০,০০০ লিটার সয়াবিন তেল এর সঙ্গে প্রতি লিটার ১৭১.৯৫ টাকা দরে অবশিষ্ট ১,১০,০০,০০০ লিটারসহ সম্পূর্ণ পরিমাণ অর্থাৎ ২,২০,০০,০০০ লিটার সয়াবিন তেল সরবরাহ করার জন্য সম্মতি চাওয়া হলে প্রতিষ্ঠানটি অবশিষ্ট পরিমান সয়াবিন তেল সরবরাহে অপারগতা প্রকাশ করে। দরপত্র মূল্যায়ন কমিটি কর্তৃক রেসপনসিভ দরদাতার কাছ থেকে দরপত্রে প্রস্তাবিত ১,১০,০০,০০০ লিটার সয়াবিন তেল ২ লিটার পেট বোতলে প্রতি লিটার অগ্রিম আয়কর, প্রযোজ্য মুসক ও টিসিবি’র গুদামসমূহে পরিবহন খরচসহ ১৭১.২৫ টাকা দরে সর্বমোট (১,১০,০০,০০০x১৭৫,৯৫)= ১৮৯,১৪,৫০,০০০ টাকা মূল্যে ক্রয়ের সুপারিশ করা হয়।

এতে দেখা যায়, ক) রেসপনসিভ দরদাতা কর্তৃক প্রস্তাবিত প্রতি লিটার সয়াবিন তেলের দর দাপ্তরিক প্রাক্কলিত দরের চেয়ে (১৭২.৫৫- ১৭১.৯৫) = ০.৬০ টাকা কম। খ) রেসপনসিভ দরদাতার প্রস্তাবিত দর প্রতি লিটার অগ্রিম আয়কর, প্রযোজ্য মূসক ও টিসিবি’র গুদামসমূহে পরিবহনসহ ১৭১.৯৫ টাকা থেকে ১% অগ্রিম আয়কর বাবদ ১.৭২ ঢাকা ও পরিবহন খরচ বাবদ ২.০০ টাকা বাদ দিয়ে প্রকৃত মূল্য দাঁড়ায় (১৭১.৯৫-১.৭২-২.০০)= ১৬৮,২৩ টাকা।

সর্বশেষ গত ২ ডিসেম্বর তারিখে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ২ লিটার পেট বোতলে প্রতি লিটার সয়াবিন তেল ১৭২.২৫ টাকা দরে ক্রয় সম্পন্ন হয়েছে। যা থেকে আলোচ্য দর প্রতি লিটারে (১৭২.২৫-১৭১.৯৫) ০.৩০ টাকা কম। বর্তমানে সয়াবিন তেলের বাজার মূল্য ঊর্ধ্বমুখী। উক্ত সয়াবিন তেল জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে গ্রহণ করা হবে এবং টিসিবি’র বিক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে উক্ত সময়ে মজুদ বিবেচনায় ভোজ্য তেলের প্রয়োজনীয়তা থাকায় দরপত্র মূল্যায়ণ কমিটি এই সয়াবিন তেল ক্রয়ে একমত পোষণ করে।

এ অবস্থায়, দরপত্র মূল্যায়ন কমিটি এবং টিসিবির পরিচালনা পর্ষদ কর্তৃক সর্বসম্মতিক্রমে সুপারিশকৃত রেসপনসিভ দরদাতা সুপার অয়েল রিফাইনারি লিমিটেড-এর কাছ থেকে দরপত্রে প্রস্তাবিত ১,১০,০০,০০০ লিটার সয়াবিন তেল ২ লিটার পেট বোতলে প্রতি লিটার টিসিবি’র গুদামসমূহে পরিবহন খরচসহ ১৭৬.৯৫ টাকা দরে সর্বমোট (১,১০,০০,০০০x ১৭১.৯৫) = ১৮৯,১৪,৫০,০০০ টাকা মূল্যে ক্রয় প্রস্তাব সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির অনুমোদনের জন্য কমিটির পরবর্তী সভায় উপস্থাপন করা হবে বলে সূত্র জানিয়েছে।