বাঙালী কণ্ঠ নিউজঃ রাশিয়া থেকে জি টু জি ভিত্তিতে ২ লাখ মে. টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার সচিবালয়ে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বাংলাদেশ সরকারের পক্ষে ৯ সদস্য বিশিষ্ট জিটুজি বিষযক ক্রয় কমিটির নেতৃত্ব দেন খাদ্য সচিব মো. কায়কোবাদ হোসেন এবং রাশিয়ার পক্ষে ৩ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মিখাইল পটাপভ।
সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী মাস থেকেই গম সরবরাহ শুরু করবে রাশিয়া এবং অক্টোবর মাসের মধ্যে ২ লাখ মে.টন গম সরবরাহ সম্পন্ন হবে।