বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছে লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা। বুধবার (২ এপ্রিল) লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে একথা জানান।
তিনি বলেন, লন্ডন স্থানীয় সময় বুধবার থেকে খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে। আগামী চারদিন তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা হবে, লন্ডন ক্লিনিকের ডাক্তাররা বাসায় গিয়ে উনাকে দেখবেন। কিছু পরীক্ষা করার জন্য হয়তো তাকে লন্ডনে ক্লিনিকেও নিয়ে যাওয়া হবে।
ডা. জাহিদ জানান, ডাক্তাররা যেসব পরীক্ষা করতে বলেছেন সেগুলোর রিপোর্ট পর্যালোচনা করে তারা সিদ্ধান্ত নেবেন, কতো দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবেন।
তিনি জানান, বিএনপি চেয়ারপার্সনের মানসিক ও শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। মানসিকভাবে উনি আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি ভালো আছেন।
মঙ্গলবার বেগম খালেদা জিয়াকে গাড়ি থেকে নামিয়ে স্থানীয় একটি পার্কে হুইল চেয়ারে করে ঘোরানো হয়েছিলো। বিএনপি চেয়ারপারসন লন্ডনের ডেভেরনশায়ার প্লেসে ‘দ্য লন্ডন ক্লিনিক’ এর বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্টিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধায়নে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন আছেন। ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা ধরনের অসুস্থতায় ভুগছেন।