ঢাকা , মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের শুল্কারোপ ‘আগামী ৪৮ ঘণ্টায় ট্রাম্পকে চিঠি দেবেন ড. ইউনূস’ বাংলাদেশে ব্যবসা করার অনুমোদন পেল স্টারলিংক ইসলামী ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটি ভর্তি বাণিজ্য : সাবেক সচিব মোরশেদ ও আইডিয়ালের অধ্যক্ষসহ আসামি ১১ চাকরিচ্যুত বিডিআির সদস্যদের পুনর্বহালের দাবিতে কর্মসূচি পিলখানা হত্যাকান্ডে সম্পৃক্ত জওয়ানরা এখনও বেপরোয়া বিদেশি শীর্ষ বিনিয়োগকারীদের নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠক ৯ এপ্রিল জাতীয় স্টেডিয়ামে হামজাদের ম্যাচ আয়োজনে কোনো অসুবিধা নেই নির্বাচনের প্রস্তুতি সুষ্ঠুভাবে এগিয়ে চলছে: সিইসি ফিলিস্তিনের পশুরাও রেহাই পাচ্ছে না ইসরায়েলি বর্বরতা থেকে অন্তর্বর্তী সরকারের অর্থনীতিতে আইএমএফ সন্তুষ্ট: অর্থ উপদেষ্টা

প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

বাংলাদেশ আশ্রয় নেওয়া আট লাখ রোহিঙ্গাদের মধ্য থেকে প্রথম ধাপে মিয়ানমার কর্তৃপক্ষ এক লাখ ৮০ হাজার রোহিঙ্গা নাগরিককে ফেরত নেবে। আজ শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত ৬ষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানের সঙ্গে মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী ইউ থান শেওয়ের এক বৈঠকে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে ছয়টি ধাপে এই তালিকা মিয়ানমারের কাছে হস্তান্তর করেছিল। ছবি ও নাম অনুয়ায়ী চূড়ান্ত যাচাই-বাছাইয়ের জন্য আরও ৭০ হাজার রোহিঙ্গা নাগরিক এ তালিকার বাইরে অপেক্ষমাণ রয়েছে।

এই প্রথম মিয়ানমারের পক্ষ থেকে এত বিপুল সংখ্যক রোহিঙ্গাকে প্রত্যাবাসনের জন্য নিশ্চিত করা হয়েছে, যা রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধানের দিকে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। মিয়ানমার কর্তৃপক্ষ আরও নিশ্চিত করেছে যে, মূল তালিকায় থাকা বাকি ৫ লাখ ৫০ হাজার রোহিঙ্গা নাগরিকের তথ্য যাচাই-বাছাইও দ্রুততার সাথে সম্পন্ন করা হবে।

বৈঠকে প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য গভীর সমবেদনা জানান। তিনি বলেন, বাংলাদেশ দুর্যোগ কবলিত মানুষের জন্য আরও মানবিক সহায়তা পাঠাতে প্রস্তুত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

যুক্তরাষ্ট্রের শুল্কারোপ ‘আগামী ৪৮ ঘণ্টায় ট্রাম্পকে চিঠি দেবেন ড. ইউনূস’

প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

আপডেট টাইম : ০১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫

বাংলাদেশ আশ্রয় নেওয়া আট লাখ রোহিঙ্গাদের মধ্য থেকে প্রথম ধাপে মিয়ানমার কর্তৃপক্ষ এক লাখ ৮০ হাজার রোহিঙ্গা নাগরিককে ফেরত নেবে। আজ শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত ৬ষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানের সঙ্গে মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী ইউ থান শেওয়ের এক বৈঠকে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে ছয়টি ধাপে এই তালিকা মিয়ানমারের কাছে হস্তান্তর করেছিল। ছবি ও নাম অনুয়ায়ী চূড়ান্ত যাচাই-বাছাইয়ের জন্য আরও ৭০ হাজার রোহিঙ্গা নাগরিক এ তালিকার বাইরে অপেক্ষমাণ রয়েছে।

এই প্রথম মিয়ানমারের পক্ষ থেকে এত বিপুল সংখ্যক রোহিঙ্গাকে প্রত্যাবাসনের জন্য নিশ্চিত করা হয়েছে, যা রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধানের দিকে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। মিয়ানমার কর্তৃপক্ষ আরও নিশ্চিত করেছে যে, মূল তালিকায় থাকা বাকি ৫ লাখ ৫০ হাজার রোহিঙ্গা নাগরিকের তথ্য যাচাই-বাছাইও দ্রুততার সাথে সম্পন্ন করা হবে।

বৈঠকে প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য গভীর সমবেদনা জানান। তিনি বলেন, বাংলাদেশ দুর্যোগ কবলিত মানুষের জন্য আরও মানবিক সহায়তা পাঠাতে প্রস্তুত রয়েছে।