ঢাকা , শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফেক ছবি শনাক্তে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার ফ্যাসিস্ট হাসিনার দোসর শামীম ওসমানের দাঁড়ি-গোফ যুক্ত ছবি ভাইরাল, যা বলছে ফ্যাক্টচেক ঢাকায় যানজট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা চার-ছক্কা হাঁকানো ভুলে যাননি সাব্বির হজযাত্রীর সর্বনিম্ন কোটা নির্ধারণে মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা নেই : ধর্ম উপদেষ্টা একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা না চেয়ে জামায়াত উল্টো জাস্টিফাই করছে: মেজর হাফিজ ‘আল্লাহকে ধন্যবাদ’ পিএইচডি করে ১৯ সন্তানের মা আগামী মাসের মধ্যে পাঠ্যপুস্তক সবাই হাতে পাবে : প্রেস সচিব নিক্কেই এশিয়াকে ড. মুহাম্মদ ইউনূস তিন মেয়াদে ভুয়া নির্বাচন মঞ্চস্থ করেছেন হাসিনা ৪২২ উপজেলায় মিলবে ওএমএসের চাল

মরিচের রয়েছে বহু গুণ

বাঙালী কণ্ঠ নিউজঃ ঝাল বলেই যে মরিচের কোনো গুণ নেই এমনটা নয়। মরিচের রয়েছে বহু গুণ।

এতে যেমন প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল রয়েছে তেমন বহু ওষুধী গুণও রয়েছে। তাই খাবারের সঙ্গে নিয়মিত সীমিত পরিমাণে মরিচ খেলে বহু উপকার পাওয়া যায়। এ লেখায় তুলে ধরা হলো মরিচের তেমন কিছু গুণের কথা-

১. মরিচে রয়েছে ভিটামিন ই, ভিটামিন এ, ভিটামিন কে। এ ছাড়া এটি ভিটামিন বি৬, ভিটামিন বি২,ভিটামিন বি৩- এগুলোর ভালো উৎস। এতে আছে কপার আয়রন,পটাসিয়াম ম্যাংগানিজ,ম্যাগনেসিয়াম।

২. মরিচে ক্যাপসেসিনের জন্য ঝাঁঝ হয়। এটি মস্তিস্কের নার্ভে (স্নায়ুর) ফাইবার ক্রিয়াশীল রাখে।

৩.  প্রবীণদের আরথ্রাইটিসের ব্যথা রোধ করতে মরিচ বেশ ভালো কাজ করে।

৪. ঠাণ্ডা সমস্যা উপশমে মরিচ কার্যকর।

সর্দিতে নাক বন্ধ থাকলে সেটি পরিত্রাণে সাহায্য করে। ঠাণ্ডায় দেহ উষ্ণ রাখতেও সাহায্য করে মরিচ।

৫. মরিচ খাবার গ্রহণের ২০ মিনিটের পর অক্সিজেন গ্রহণের মাত্রাকে বাড়িয়ে দেয়।

৬.  এটি মসলা হিসেবে দারুণ। খাবারের স্বাদ বাড়ায় এবং খাবারকে রঙিন করে।

৭. ডায়াবেটিস রোগীদের খাবারের সঙ্গে মরিচ খাওয়া উচিত। কারণ ডায়াবেটিস থেকে মস্তিস্কে যে সমস্যা হয় সেটি রোধে সাহায্য করে।

৮. কাঁচা মরিচ রক্তের কোলেস্টেরলের মাত্রাকে হ্রাস করে।

৯.  মরিচের মধ্যে থাকা ভিটামিন এ হাড় ও দাঁত ভালো রাখতে কাজ করে।

১০. কাঁচা মরিচে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা জ্বর,সর্দিকাশি ইত্যাদি থেকে রক্ষা করে। এটি কাটা ছেড়া শুকানোর জন্য  খুব ভালো কাজ করে।

১১. নিয়মিত কাঁচা মরিচ খেলে স্নায়ুর বিভিন্ন সমস্যা দূর হয়।

১২. নিয়মিত মরিচ খেলে ত্বকের বলিরেখা নিয়ন্ত্রণে থাকে। এমনকি বয়স বাড়লেও চেহারায় সে ছাপ পড়ে না সহজে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ফেক ছবি শনাক্তে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

মরিচের রয়েছে বহু গুণ

আপডেট টাইম : ১২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ ঝাল বলেই যে মরিচের কোনো গুণ নেই এমনটা নয়। মরিচের রয়েছে বহু গুণ।

এতে যেমন প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল রয়েছে তেমন বহু ওষুধী গুণও রয়েছে। তাই খাবারের সঙ্গে নিয়মিত সীমিত পরিমাণে মরিচ খেলে বহু উপকার পাওয়া যায়। এ লেখায় তুলে ধরা হলো মরিচের তেমন কিছু গুণের কথা-

১. মরিচে রয়েছে ভিটামিন ই, ভিটামিন এ, ভিটামিন কে। এ ছাড়া এটি ভিটামিন বি৬, ভিটামিন বি২,ভিটামিন বি৩- এগুলোর ভালো উৎস। এতে আছে কপার আয়রন,পটাসিয়াম ম্যাংগানিজ,ম্যাগনেসিয়াম।

২. মরিচে ক্যাপসেসিনের জন্য ঝাঁঝ হয়। এটি মস্তিস্কের নার্ভে (স্নায়ুর) ফাইবার ক্রিয়াশীল রাখে।

৩.  প্রবীণদের আরথ্রাইটিসের ব্যথা রোধ করতে মরিচ বেশ ভালো কাজ করে।

৪. ঠাণ্ডা সমস্যা উপশমে মরিচ কার্যকর।

সর্দিতে নাক বন্ধ থাকলে সেটি পরিত্রাণে সাহায্য করে। ঠাণ্ডায় দেহ উষ্ণ রাখতেও সাহায্য করে মরিচ।

৫. মরিচ খাবার গ্রহণের ২০ মিনিটের পর অক্সিজেন গ্রহণের মাত্রাকে বাড়িয়ে দেয়।

৬.  এটি মসলা হিসেবে দারুণ। খাবারের স্বাদ বাড়ায় এবং খাবারকে রঙিন করে।

৭. ডায়াবেটিস রোগীদের খাবারের সঙ্গে মরিচ খাওয়া উচিত। কারণ ডায়াবেটিস থেকে মস্তিস্কে যে সমস্যা হয় সেটি রোধে সাহায্য করে।

৮. কাঁচা মরিচ রক্তের কোলেস্টেরলের মাত্রাকে হ্রাস করে।

৯.  মরিচের মধ্যে থাকা ভিটামিন এ হাড় ও দাঁত ভালো রাখতে কাজ করে।

১০. কাঁচা মরিচে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা জ্বর,সর্দিকাশি ইত্যাদি থেকে রক্ষা করে। এটি কাটা ছেড়া শুকানোর জন্য  খুব ভালো কাজ করে।

১১. নিয়মিত কাঁচা মরিচ খেলে স্নায়ুর বিভিন্ন সমস্যা দূর হয়।

১২. নিয়মিত মরিচ খেলে ত্বকের বলিরেখা নিয়ন্ত্রণে থাকে। এমনকি বয়স বাড়লেও চেহারায় সে ছাপ পড়ে না সহজে।