বাঙালী কণ্ঠ নিউজঃ কিডনি মানব শরীরের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। কিডনি রোগে মাঝেমধ্যে অনেকে ভুগে থাকেন। তবে যেভাবেই হোক, এই অঙ্গটিকে সুস্থ রাখার বিকল্প নেই। আর কিডনি সুস্থ আছে কিনা তার দিকেও খেয়াল রাখতে হবে নিয়মিত।
কিডনির একটি বড় সমস্যা হলো পাথর হওয়া। এক্ষেত্রে বেশ কিছু উপসর্গ রয়েছে, যা দেখলে বোঝা যায়, কিডনিতে পাথর রয়েছে। আর তখনই সতর্ক হওয়া দরকার।
চলুন, কিডনি রোগের উপসর্গগুলো দেখে নেয়া যাক-
১. পেটে ব্যথা কিংবা কোমরের দুই দিকে ব্যথা হলে সর্তক থাকুন।
২. মূত্র ত্যাগের সময় ব্যথা অনুভব করা।
৩. প্রয়োজনের অতিরিক্ত মূ্ত্র ত্যাগ হওয়া।
৪. মূত্র ত্যাগের সময় মূত্রের সঙ্গে রক্ত বের হলে সাবধান হোন।
৫. মূত্র ত্যাগের পর যদি মূত্রের সঙ্গে বাজে গন্ধ বের হয়, তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।
৬. বমির প্রবণতা।
৭. কিডনিতে কোনো সমস্যা থাকলে জ্বর আসতে পারে।