বাঙ্গালী কণ্ঠ ডেস্কঃ বাংলাদেশে উৎপাদিত ওষুধ ১৪৫টি দেশে রপ্তানি হচ্ছে। এ থেকে ২০১৭ সালে ৩ হাজার ১৯৬ কোটি টাকা আয় বাংলাদেশে এসেছে। দেশে উৎপাদিত ওষুধের চাহিদা মিটিয়ে এ রপ্তানি হয়েছে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট পেশকালে এ কথা জানান।
তিনি বলেন, ওষুধ উৎপাদনেও আমাদের অর্জন গর্ব করার মতো। দেশের চাহিদার প্রায় ৯৮ শতাংশ মেটানোর পর বাংলাদেশে উৎপাদিত ওষুধ এখন বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে। ২০১৭ সালে বিশ্বের ১৪৫টি দেশে ৩ হাজার ১৯৬ কোটি টাকার ওষুধ রপ্তানি করা হয়েছে। সারা বিশ্বে বাংলাদেশে উৎপাদিত ওষুধের বিশেষ সুনাম রয়েছে।