ঢাকা , শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দাউদ ইব্রাহিমের বোন হাসিনা, শ্রদ্ধায় বিস্ময়

ওকে জানু’ হোক কিংবা ‘হাফ গার্লফ্রেন্ড’, শ্রদ্ধা কাপুর যেন সবখানেই সুন্দরী। এক এক সময় এক এক রকম চেহারায় দেখা গেছে তাঁকে।

কিন্তু, এবার তাঁর যে লুক ধরা পড়ল, তা এর আগে দেখা যায়নি।

আন্ডারওয়ার্ল্ড দন দাউদ ইব্রাহিম-এর বোন হাসিনা পার্কারের চরিত্রে এবার দেখা যাবে শ্রদ্ধাকে। আর এ জন্য, যে পরিবর্তন শ্রদ্ধার লুকে আনা হয়েছে, তা নায়িকার বড় ভক্তরাও এক পলকে চিনতে পারবেন না।

এর আগে হাসিনা-র পোস্টারে শ্রদ্ধাকে লং সালোয়ার পরে দেখা গেছে। ১৮ থেকে ৪৫ বছর বয়সী হাসিনা কেমন ছিলেন আদতে, শ্রদ্ধার মধ্যে তা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন পরিচালক। পরিচালক অপূর্ব লাখিয়ার হাত ধরে ‘হাসিনা-দা কুইন অফ মুম্বাই’-এ দাউদ ইব্রাহিমের বোনকে তো অনেকেই দেখতে পাচ্ছেন, কিন্তু শক্তি কাপুরের সেই সুন্দরী মেয়েকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে?

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

দাউদ ইব্রাহিমের বোন হাসিনা, শ্রদ্ধায় বিস্ময়

আপডেট টাইম : ০৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০১৭

ওকে জানু’ হোক কিংবা ‘হাফ গার্লফ্রেন্ড’, শ্রদ্ধা কাপুর যেন সবখানেই সুন্দরী। এক এক সময় এক এক রকম চেহারায় দেখা গেছে তাঁকে।

কিন্তু, এবার তাঁর যে লুক ধরা পড়ল, তা এর আগে দেখা যায়নি।

আন্ডারওয়ার্ল্ড দন দাউদ ইব্রাহিম-এর বোন হাসিনা পার্কারের চরিত্রে এবার দেখা যাবে শ্রদ্ধাকে। আর এ জন্য, যে পরিবর্তন শ্রদ্ধার লুকে আনা হয়েছে, তা নায়িকার বড় ভক্তরাও এক পলকে চিনতে পারবেন না।

এর আগে হাসিনা-র পোস্টারে শ্রদ্ধাকে লং সালোয়ার পরে দেখা গেছে। ১৮ থেকে ৪৫ বছর বয়সী হাসিনা কেমন ছিলেন আদতে, শ্রদ্ধার মধ্যে তা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন পরিচালক। পরিচালক অপূর্ব লাখিয়ার হাত ধরে ‘হাসিনা-দা কুইন অফ মুম্বাই’-এ দাউদ ইব্রাহিমের বোনকে তো অনেকেই দেখতে পাচ্ছেন, কিন্তু শক্তি কাপুরের সেই সুন্দরী মেয়েকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে?