ঢাকা , বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

স্কাইপেতে ভাগ্নের বিয়ের তদারকি করবেন দাউদ ইব্রাহিম

বোনের ছেলে বিয়ে বলে কথা! এরকম অনুষ্ঠানে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন মামা আর সেই মামা যদি হন অন্ধকার জগতের বেতাজ বাদশা দাউদ ইব্রাহিম তা হলে তো কথাই নেই।

আগামী কাল বুধবার বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন দাউদের বোন হাসিনা পার্কারের ছোট ছেলে আলিশাহ পার্কার। অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকতে না পারলেও স্কাইপের মাধ্যমে দাউদ সাক্ষী থাকবে বোনপোর বিয়ের সব আচারঅনুষ্ঠানের। পাকিস্তানে বসেই স্কাইপের মাধ্যমে তিনি ও তার অন্তরঙ্গ বন্ধুরা দেখবেন আলিশাহর বিয়ে। স্কাইপেতে নির্বিঘ্নে বিয়ের অনুষ্ঠান উপভোগ করার ব্যবস্থাও ইতোমধ্যে নেওয়া হয়েছে। গত বছর বোন হাসিনা মারা গেছেন। বোনের অনুপস্থিতে যাতে ভাগ্নের বিয়েতে কোনো ত্রুটি না থাকে তার দিকে বিশেষ নজর রয়েছে দাউদের।

বুধবার সকালে মুম্বাইয়ের রসুল মসজিদে সম্পন্ন হবে বিয়ের অনুষ্ঠান। সন্ধেবেলা জুহুর টিউলিপ স্টার হোটেলে হবে বিলাসবহুল রিসেপশন। মেমন সম্প্রদায়ের মেয়ে আয়েশা নাগানিকে বিয়ে করছেন আলিশাহ।

তবে এই বিয়ের অনুষ্ঠানে কড়া নজর রাখছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের অ্যান্টি-এক্সটরশন সেল। দাউদের শত্রু গ্যাংস্টার যাতে এই অনুষ্ঠানের সুযোগে কোনো অশান্তি ছড়াতে না পারে শহরে, নজর রাখা হচ্ছে সে দিকেও।
সূত্র: এই সময়

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

স্কাইপেতে ভাগ্নের বিয়ের তদারকি করবেন দাউদ ইব্রাহিম

আপডেট টাইম : ০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০১৬

বোনের ছেলে বিয়ে বলে কথা! এরকম অনুষ্ঠানে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন মামা আর সেই মামা যদি হন অন্ধকার জগতের বেতাজ বাদশা দাউদ ইব্রাহিম তা হলে তো কথাই নেই।

আগামী কাল বুধবার বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন দাউদের বোন হাসিনা পার্কারের ছোট ছেলে আলিশাহ পার্কার। অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকতে না পারলেও স্কাইপের মাধ্যমে দাউদ সাক্ষী থাকবে বোনপোর বিয়ের সব আচারঅনুষ্ঠানের। পাকিস্তানে বসেই স্কাইপের মাধ্যমে তিনি ও তার অন্তরঙ্গ বন্ধুরা দেখবেন আলিশাহর বিয়ে। স্কাইপেতে নির্বিঘ্নে বিয়ের অনুষ্ঠান উপভোগ করার ব্যবস্থাও ইতোমধ্যে নেওয়া হয়েছে। গত বছর বোন হাসিনা মারা গেছেন। বোনের অনুপস্থিতে যাতে ভাগ্নের বিয়েতে কোনো ত্রুটি না থাকে তার দিকে বিশেষ নজর রয়েছে দাউদের।

বুধবার সকালে মুম্বাইয়ের রসুল মসজিদে সম্পন্ন হবে বিয়ের অনুষ্ঠান। সন্ধেবেলা জুহুর টিউলিপ স্টার হোটেলে হবে বিলাসবহুল রিসেপশন। মেমন সম্প্রদায়ের মেয়ে আয়েশা নাগানিকে বিয়ে করছেন আলিশাহ।

তবে এই বিয়ের অনুষ্ঠানে কড়া নজর রাখছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের অ্যান্টি-এক্সটরশন সেল। দাউদের শত্রু গ্যাংস্টার যাতে এই অনুষ্ঠানের সুযোগে কোনো অশান্তি ছড়াতে না পারে শহরে, নজর রাখা হচ্ছে সে দিকেও।
সূত্র: এই সময়