ঢাকা , শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আমিরাতে কণ্ঠশিল্পী প্রীতমের সম্মানে সাংস্কৃতিক আড্ডা

বাঙালী কন্ঠঃ সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রীতম আহমেদের সম্মানে এক সাংস্কৃতিক আড্ডার আয়োজন করে সংহতি সাহিত্য পরিষদ আরব আমিরাত শাখা।

১৭ সেপ্টেম্বর কণ্ঠশিল্পী প্রীতমকে ঘিরে ছিলো আরব আমিরাতে বসবাসরত সংস্কৃতিকর্মীদের মিলনমেলা। এ সময় আগত সবাইকে ধন্যবাদ জানান সংহতি আমিরাতের সভাপতি কাজী গুলশান আরা।

প্রীতম আহমেদ এ সময় তাঁর রচিত জনপ্রিয় সব গান পরিবেশন করেন। সেই সাথে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের নানাদিক নিয়ে মতবিনিময় করেন।

প্রীতম আহমেদকে নিবেদিত ছড়া উপহার দেন সংহতির সাধারণ সম্পাদক ছড়াকার লুৎফুর রহমান এবং তাঁর প্রতিকৃতি উপহার দেন সাংস্কৃতিক সম্পাদক তিশা সেন।

এ সময় উপস্থিত ছিলেন মামুন রেজা, জেরিন তামান্না, নাজমুল হক, আবির ইমরান, সাইদা দিবা, সঞ্জয় ঘোষ, মামুন আহমদ, আরিক হায়দার, বঙ্গ শিমুল, জাবেদ আহমদ মাসুম, সামিদা পপি, লুৎফুর রশিদ রাসেল, শিপন কর্মকার, তিথিসহ আরো অনেকে।

পরে প্রবাসী সাহিত্য সংস্কৃতিকর্মীরা প্রীতম আহমেদের সম্মানে গান ও কবিতা পাঠ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

আমিরাতে কণ্ঠশিল্পী প্রীতমের সম্মানে সাংস্কৃতিক আড্ডা

আপডেট টাইম : ০৯:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯

বাঙালী কন্ঠঃ সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রীতম আহমেদের সম্মানে এক সাংস্কৃতিক আড্ডার আয়োজন করে সংহতি সাহিত্য পরিষদ আরব আমিরাত শাখা।

১৭ সেপ্টেম্বর কণ্ঠশিল্পী প্রীতমকে ঘিরে ছিলো আরব আমিরাতে বসবাসরত সংস্কৃতিকর্মীদের মিলনমেলা। এ সময় আগত সবাইকে ধন্যবাদ জানান সংহতি আমিরাতের সভাপতি কাজী গুলশান আরা।

প্রীতম আহমেদ এ সময় তাঁর রচিত জনপ্রিয় সব গান পরিবেশন করেন। সেই সাথে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের নানাদিক নিয়ে মতবিনিময় করেন।

প্রীতম আহমেদকে নিবেদিত ছড়া উপহার দেন সংহতির সাধারণ সম্পাদক ছড়াকার লুৎফুর রহমান এবং তাঁর প্রতিকৃতি উপহার দেন সাংস্কৃতিক সম্পাদক তিশা সেন।

এ সময় উপস্থিত ছিলেন মামুন রেজা, জেরিন তামান্না, নাজমুল হক, আবির ইমরান, সাইদা দিবা, সঞ্জয় ঘোষ, মামুন আহমদ, আরিক হায়দার, বঙ্গ শিমুল, জাবেদ আহমদ মাসুম, সামিদা পপি, লুৎফুর রশিদ রাসেল, শিপন কর্মকার, তিথিসহ আরো অনেকে।

পরে প্রবাসী সাহিত্য সংস্কৃতিকর্মীরা প্রীতম আহমেদের সম্মানে গান ও কবিতা পাঠ করেন।