বাঙালী কণ্ঠ ডেস্কঃ হামাস-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিমা মিত্র দেশের রাষ্ট্র প্রধানরা একে একে তেল আবিব সফর করছেন। এবার ইসরায়েল সফরে যাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। তিনি আগামীকাল মঙ্গলবার সফরে যাবেন বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্টের কার্যালয়। খবর টাইমস অব ইসরায়েল।
সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, সফরে ম্যাকরন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় বসবেন।
গত ৭ অক্টোবর থেকে সংঘাত শুরু হওয়ার পর ইসরায়েল সফর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের মতো প্রভাবশালী পশ্চিমা নেতারা। এবার যাচ্ছেন ম্যাকরন।