ঢাকা , শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বাঙালী কণ্ঠ ডেস্কঃ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জহিরুল ইসলাম ওরফে হাতকাটা মামুনকে (৪৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। সোমবার (৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ইছাপুরা গ্রামে এ ঘটনা ঘটে।

জহিরুল ইসলাম সোনাপুরা গ্রামের মালেক হাওলাদারের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। মামুন হত্যাসহ বেশ কিছু মামলার আসামি ছিলেন।

৩ নম্বর ওয়ার্ডের দফাদার আব্দুর রহিম বলেন, ইছাপুরা গ্রামের ছোট বটতলা থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন ইউপি সদস্য মামুন। এসময় ৫/৭ জনের একটি দল তার ওপর হামলা চালায়। তিনি দৌড়ে সড়কের পাশে বাগানের মধ্যে পালানোর চেষ্টা করেন। তখন হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার মাথা দুই ভাগ করে ফেলে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বরিশালে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : ১০:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩

বাঙালী কণ্ঠ ডেস্কঃ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জহিরুল ইসলাম ওরফে হাতকাটা মামুনকে (৪৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। সোমবার (৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ইছাপুরা গ্রামে এ ঘটনা ঘটে।

জহিরুল ইসলাম সোনাপুরা গ্রামের মালেক হাওলাদারের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। মামুন হত্যাসহ বেশ কিছু মামলার আসামি ছিলেন।

৩ নম্বর ওয়ার্ডের দফাদার আব্দুর রহিম বলেন, ইছাপুরা গ্রামের ছোট বটতলা থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন ইউপি সদস্য মামুন। এসময় ৫/৭ জনের একটি দল তার ওপর হামলা চালায়। তিনি দৌড়ে সড়কের পাশে বাগানের মধ্যে পালানোর চেষ্টা করেন। তখন হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার মাথা দুই ভাগ করে ফেলে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।