ঢাকা , শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

করোনাভাইরাস স্মার্টফোন বাজারে ধস

বাঙালী কণ্ঠ ডেস্কঃ স্মার্টফোনের ব্যবসায় এখন তীব্র প্রতিদ্বন্দ্বিতা। অ্যাপল, স্যামসাংয়ের পাশাপাশি চীনের স্মার্টফোন নির্মাতাপ্রতিষ্ঠানগুলো এখন দখল করছে বাজার। করোনাভাইরাসের কারণে গত ফেব্রুয়ারিতে সবার মাথায়ই ভাজ পড়েছে। গত বছরের একই মাসের চেয়ে ৫৪.৭ শতাংশ ডিভাইস কম বিক্রি হয়েছে বলে জানিয়েছে চায়না অ্যাকাডেমি অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি (সিএআইসিটি)।

জানা গেছে, গত বছর ফেব্রুয়ারিতে এক কোটি ৪০ লাখ স্মার্টফোন বিক্রি হয়েছিল। এ বছরের ফেব্রুয়ারি মাসে স্মার্টফোন ব্র্যান্ডগুলো ডিভাইস বিক্রি করেছে ৬৩ লাখ ৪০ হাজার। ২০১২ সালের ফেব্রুয়ারি মাসের পর এবারই সবচেয়ে ধস নেমেছে স্মার্টফোন বাজারে।

হুয়াওয়ে ও শাওমির মতো অ্যানড্রয়েড ব্র্যান্ডগুলোর স্মার্টফোন বিক্রি সবচেয়ে কমেছে। এক কোটি ২৭ লাখ অ্যানড্রয়েড স্মার্টফোন বিক্রি হয়েছিল ২০১৯ সালের ফেব্রুয়ারিতে। অথচ এ বছর একই মাসে বিক্রি হয়েছে সাড়ে ৫৮ লাখ। শুধু তাই নয়, চীনে আইফোন বিক্রি হয়েছে চার লাখ ৯৪ হাজার। অথচ গত বছরের একই মাসে বিক্রি হয়েছিল ১২ লাখ ৭০ হাজার আইফোন।

করোনাভাইরাসের আতঙ্কে ফেব্রুয়ারি মাসে অন্তত দুই সপ্তাহ চীনা বিক্রয় কেন্দ্রগুলো বন্ধ রেখেছিল অ্যাপল।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

করোনাভাইরাস স্মার্টফোন বাজারে ধস

আপডেট টাইম : ০৯:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০

বাঙালী কণ্ঠ ডেস্কঃ স্মার্টফোনের ব্যবসায় এখন তীব্র প্রতিদ্বন্দ্বিতা। অ্যাপল, স্যামসাংয়ের পাশাপাশি চীনের স্মার্টফোন নির্মাতাপ্রতিষ্ঠানগুলো এখন দখল করছে বাজার। করোনাভাইরাসের কারণে গত ফেব্রুয়ারিতে সবার মাথায়ই ভাজ পড়েছে। গত বছরের একই মাসের চেয়ে ৫৪.৭ শতাংশ ডিভাইস কম বিক্রি হয়েছে বলে জানিয়েছে চায়না অ্যাকাডেমি অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি (সিএআইসিটি)।

জানা গেছে, গত বছর ফেব্রুয়ারিতে এক কোটি ৪০ লাখ স্মার্টফোন বিক্রি হয়েছিল। এ বছরের ফেব্রুয়ারি মাসে স্মার্টফোন ব্র্যান্ডগুলো ডিভাইস বিক্রি করেছে ৬৩ লাখ ৪০ হাজার। ২০১২ সালের ফেব্রুয়ারি মাসের পর এবারই সবচেয়ে ধস নেমেছে স্মার্টফোন বাজারে।

হুয়াওয়ে ও শাওমির মতো অ্যানড্রয়েড ব্র্যান্ডগুলোর স্মার্টফোন বিক্রি সবচেয়ে কমেছে। এক কোটি ২৭ লাখ অ্যানড্রয়েড স্মার্টফোন বিক্রি হয়েছিল ২০১৯ সালের ফেব্রুয়ারিতে। অথচ এ বছর একই মাসে বিক্রি হয়েছে সাড়ে ৫৮ লাখ। শুধু তাই নয়, চীনে আইফোন বিক্রি হয়েছে চার লাখ ৯৪ হাজার। অথচ গত বছরের একই মাসে বিক্রি হয়েছিল ১২ লাখ ৭০ হাজার আইফোন।

করোনাভাইরাসের আতঙ্কে ফেব্রুয়ারি মাসে অন্তত দুই সপ্তাহ চীনা বিক্রয় কেন্দ্রগুলো বন্ধ রেখেছিল অ্যাপল।