ঢাকা , শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

করোনাও রুখবে, অনুবাদও করবে ‘স্মার্ট মাস্ক

বাঙালী কণ্ঠ ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি অনেকখানিই এড়ায় মাস্ক। সেটি দিয়ে অনুবাদের কাজও হবে! এমনকি কণ্ঠকে লেখায় রূপান্তর, কল করা বা ব্যক্তির কথাকে আরো জোরালো করে মাস্কটি।

জাপানি স্টার্টআপ প্রতিষ্ঠান ডোনাট রোবোটিকস সম্পূর্ণ ভিন্নধারার এক নতুন ‘স্মার্ট মাস্ক’ বানিয়েছে। মাস্ক কীভাবে অন্যান্য বিষয়েও কার্যকর করা যায় তারই একটি উদাহরণ হতে পারে এটি।

ইন্টারনেট যুক্ত মাস্কটি স্মার্টফোনে বার্তা পাঠাতে এবং জাপানি ভাষাকে অন্য ৮টি ভাষায় অনুবাদ করতে পারে। সাধারণ মাস্কের ওপরই বসান যায় প্লাস্টিকের ‘সি-মাস্ক’ এবং ব্লুট্রুথের মাধ্যমে স্মার্টফোন বা ট্যাবলেট অ্যাপ্লিকেশনের সঙ্গে যুক্ত হয় এটি। মাস্কটি করোনাভাইরাসের সংক্রমণ আটকাতে তখনই কার্যকর, যখন এটি অন্য একটি সাধারণ মাস্কের ওপর ব্যবহার করা হবে।

চলতি বছর সেপ্টেম্বর নাগাদ প্রথম পাঁচ হাজার সি-মাস্ক জাপানের ক্রেতাদের কাছে সরবরাহ করবে ডোনাট রোবোটিকস। ৪০ মার্কিন ডলারে বড় পরিসরে মাস্কটি বাজারে আনার পরিকল্পনা করছে ডোনাট রোবোটিকস।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

করোনাও রুখবে, অনুবাদও করবে ‘স্মার্ট মাস্ক

আপডেট টাইম : ০৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০

বাঙালী কণ্ঠ ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি অনেকখানিই এড়ায় মাস্ক। সেটি দিয়ে অনুবাদের কাজও হবে! এমনকি কণ্ঠকে লেখায় রূপান্তর, কল করা বা ব্যক্তির কথাকে আরো জোরালো করে মাস্কটি।

জাপানি স্টার্টআপ প্রতিষ্ঠান ডোনাট রোবোটিকস সম্পূর্ণ ভিন্নধারার এক নতুন ‘স্মার্ট মাস্ক’ বানিয়েছে। মাস্ক কীভাবে অন্যান্য বিষয়েও কার্যকর করা যায় তারই একটি উদাহরণ হতে পারে এটি।

ইন্টারনেট যুক্ত মাস্কটি স্মার্টফোনে বার্তা পাঠাতে এবং জাপানি ভাষাকে অন্য ৮টি ভাষায় অনুবাদ করতে পারে। সাধারণ মাস্কের ওপরই বসান যায় প্লাস্টিকের ‘সি-মাস্ক’ এবং ব্লুট্রুথের মাধ্যমে স্মার্টফোন বা ট্যাবলেট অ্যাপ্লিকেশনের সঙ্গে যুক্ত হয় এটি। মাস্কটি করোনাভাইরাসের সংক্রমণ আটকাতে তখনই কার্যকর, যখন এটি অন্য একটি সাধারণ মাস্কের ওপর ব্যবহার করা হবে।

চলতি বছর সেপ্টেম্বর নাগাদ প্রথম পাঁচ হাজার সি-মাস্ক জাপানের ক্রেতাদের কাছে সরবরাহ করবে ডোনাট রোবোটিকস। ৪০ মার্কিন ডলারে বড় পরিসরে মাস্কটি বাজারে আনার পরিকল্পনা করছে ডোনাট রোবোটিকস।