ঢাকা , বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

আইফোন ১০-আর উৎপাদন বন্ধ

বাঙালী কণ্ঠ ডেস্কঃ প্রযুক্তি জায়ান্ট অ্যাপল করোনাভাইরাসের প্রভাবের মধ্যেই আইফোন ‘এসই ২০২০’ এনেছে।

কম দামের এ আইফোনটিও ভালো সাড়া ফেলেছে টেন আরের থেকে। ফলে অ্যাপল সিদ্ধান্ত নিতে যাচ্ছে ১০ আর উৎপাদন বন্ধ করতে। তবে একই সঙ্গে আনা আইফোন ১১ উৎপাদন বন্ধ করবে না অ্যাপল। কেননা যে কয়েকটি ডিভাইস বিক্রির রেকর্ড করেছে তার মধ্যে আইফোন ১১ একটি।

অবশ্য আইফোন টেন আরের সঙ্গে সঙ্গে আইফোন ১১ প্রো এবং ১১ প্রো ম্যাক্স ডিভাইসটিরও উৎপাদন বন্ধ করে দিতে পারে। অ্যাপল আইফোন ১২ সিরিজে দুটি প্রিমিয়াম ডিভাইস রাখতে যাচ্ছে বলে খবর বেরিয়েছে। আইফোন ১২ প্রো ডিভাইসটি আসতে পারে ৬.১ ইঞ্চি অথবা ৬.৭ ইঞ্চি সাইজে। আর এতে থাকবে নতুন অসংখ্য ফিচার।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

আইফোন ১০-আর উৎপাদন বন্ধ

আপডেট টাইম : ০২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০

বাঙালী কণ্ঠ ডেস্কঃ প্রযুক্তি জায়ান্ট অ্যাপল করোনাভাইরাসের প্রভাবের মধ্যেই আইফোন ‘এসই ২০২০’ এনেছে।

কম দামের এ আইফোনটিও ভালো সাড়া ফেলেছে টেন আরের থেকে। ফলে অ্যাপল সিদ্ধান্ত নিতে যাচ্ছে ১০ আর উৎপাদন বন্ধ করতে। তবে একই সঙ্গে আনা আইফোন ১১ উৎপাদন বন্ধ করবে না অ্যাপল। কেননা যে কয়েকটি ডিভাইস বিক্রির রেকর্ড করেছে তার মধ্যে আইফোন ১১ একটি।

অবশ্য আইফোন টেন আরের সঙ্গে সঙ্গে আইফোন ১১ প্রো এবং ১১ প্রো ম্যাক্স ডিভাইসটিরও উৎপাদন বন্ধ করে দিতে পারে। অ্যাপল আইফোন ১২ সিরিজে দুটি প্রিমিয়াম ডিভাইস রাখতে যাচ্ছে বলে খবর বেরিয়েছে। আইফোন ১২ প্রো ডিভাইসটি আসতে পারে ৬.১ ইঞ্চি অথবা ৬.৭ ইঞ্চি সাইজে। আর এতে থাকবে নতুন অসংখ্য ফিচার।